এক্সপ্লোর
১৫০ রানে পৌঁছনোর পর বিয়ের আংটিতে চুম্বন কোহলির

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং বিপর্যয় বজায়ই থাকল। তবে এরমধ্যে উজ্জ্বল ব্যতিক্রম অধিনায়ক বিরাট কোহলি। ১৫৩ রানের ঝলমলে ইনিংস খেললেন তিনি। তাঁকে ওপেনার মুরলী বিজয় ও কিছুটা রবিচন্দ্রন অশ্বিন ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান সেভাবে সঙ্গত দিতে পারলেন না। পারলে হয়ত ২৮ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসটা শেষ করতে হত না ভারতকে। কোহলিকেও হয়ত ১৫৩ রানেই থামতে হত না। কোহলি ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যান অর্ধশতরান করতে পারেননি। ব্যাটসম্যানদের এই ব্যর্থতার মাঝে কোহলির দাপুটে ইনিংস ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। এমন কিছু শট খেলেছেন, যা দেখে রোমাঞ্চিত হয়েছেন প্রত্যেকেই। ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন অধিনায়ক। ১৫০ রান পূর্ণ করার পর কোহলি মনে করলেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। বিয়ের আংটিতে চুম্বন এঁকে স্ত্রীকে বার্তা দিলেন ভারতের রান মেশিন। আগের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এখন কাজের জন্য দেশে ফিরে এসেছেন তিনি। বিরুষ্কার অনুরাগীরা কোহলিকে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে উচ্ছ্বসিত। তাঁর আর দেরি না করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। সেই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















