এক্সপ্লোর
Advertisement
দলে বারবার বদল নিয়ে প্রশ্ন, সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন বিরাট
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারের পর সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার সাংবাদিকরা ভারতীয় দলে বারবার বদল নিয়ে প্রশ্ন করাতেই চটে যান বিরাট।
আজ প্রথমে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনারা কেন প্রতি ম্যাচেই দলে বদল করছেন? একই দল ধরে রাখছেন না?’ প্রশ্ন শুনেই বিরাটের চোয়াল শক্ত হয়ে যায়। তিনি সংশ্লিষ্ট সাংবাদিকের দিকে রাগতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাল্টা প্রশ্ন করেন, ‘দলে বদল করে আমরা কতবার জিতেছি?’ ওই সাংবাদিক বলেন, ‘আপনারা হয়তো জিতেছেন। কিন্তু সেটা ভারতের মাটিতে।’ বিরাট পাল্টা বলেন, ‘আমরা ২১টি টেস্টে জিতেছি এবং দু’টিতে হেরেছি।’
এরপর দক্ষিণ আফ্রিকার অন্য এক সাংবাদিকও দলে বদল করা নিয়ে বিরাটকে প্রশ্ন করেন। এবার ভারতের অধিনায়ক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘দক্ষিণ আফ্রিকা কতবার ভারতের মাটিতে আমাদের হারানোর কাছাকাছি পৌঁছতে পেরেছে?’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement