Kohli Press Conference: বোর্ডের কাছে ছুটি চাইনি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলব: বিরাট কোহলি
Virat Kohli Update: সমস্ত জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। জানিয়ে দিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন।
মুম্বই: সমস্ত জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। জানিয়ে দিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন। বোর্ডের কাছে ছুটি চাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বিরাট জানিয়েছেন, এরকম কোনও অনুরোধ তিনি করেননি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে উড়ে যাচ্ছে ভারতীয় দল। তার আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোহলি। গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটমহল উত্তাল ছিল কোহলিকে ঘিরে। শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন না কোহলি। বোর্ডের কাছে নাকি তিনি ছুটি চেয়েছেন। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা এএনআইকে বলেছিলেন, কোহলি ছুটি চেয়ে আবেদন করেছেন। যা জানাজানি হওয়ার পর কোনও কোনও মহল থেকে বলা হয়, কোহলির এই সিদ্ধান্ত হয়তো রোহিত শর্মার সঙ্গে তাঁর দূরত্বের জন্যই। সম্প্রতি কোহলিকে সরিয়ে রোহিতকে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক করা হয়। টেস্টের নেতা এখনও কোহলিই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের জন্য নেই রোহিত। বলা হচ্ছিল, ওয়ান ডে সিরিজে হয়তো রোহিতের নেতৃত্বে খেলতে চান না কোহলি। সেই কারণেই নাকি ছুটি নেওয়ার সিদ্ধান্ত। যদিও বোর্ডের একটি অংশ জানিয়েছিল, কোহলি কোনও ছুটি চাননি।
বুধবার কোহলি নিজে জানালেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন। তিনি বলেছেন, 'আমি ওয়ান ডে সিরিজের দলের জন্য উপলব্ধ ছিলাম, আছিও। আমি বোর্ডের কাছে কোনও ছুটি চাইনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলব।' তিনি যোগ করেন, 'আমি যখন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা বোর্ডকে বলেছিলাম, সেটা ভালভাবেই গৃহীত হয়েছিল। কোনও সংশয় ছিল না। আমাকে বলা হয়েছিল, ভবিষ্যতের কথা ভেবে ভাল সিদ্ধান্ত। তখনই আমি জানিয়েছিলাম যে, ওয়ান ডে ও টেস্টে নেতৃত্ব দিয়ে যেতে চাই। আমি সাফ জানিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল নির্বাচক ও বোর্ডের পদাধিকারীরা যদি মনে করেন আমার অন্যান্য ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া উচিত নয়, তাহলে আলাদা ব্যাপার।'
পাশাপাশি বিরাট জানিয়েছেন, টেস্ট দল বাছার দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয় যে, রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করা হচ্ছে। বিরাট বলেছেন, 'টেস্ট দল বাছার দেড় ঘণ্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রধান নির্বাচক আমার সঙ্গে টেস্ট দল নিয়ে কথা বলেন। ফোন রাখার আগে আমাকে বলা হয় যে পাঁচজন নির্বাচক মিলে ঠিক করেছেন আমি আর ওয়ান ডে দলকে নেতৃত্ব দেব না। আগে থেকে এ নিয়ে কিছু বলা হয়নি।'