Virat Kohli Fan: দৃষ্টিহীন ভক্তের অনুপ্রেরণা বিরাট, ব্যাট, জার্সি উপহার দিতে চান আবেগাপ্লুত কোহলি
Kohli Fan: চোখে দেখতে না পারলেও, বিরাটের জীবনের না না কাহিনী শুনে শুনেই অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় তারকার ইংরেজ অনুরাগী এলি।
মেলবোর্ন: বর্তমান বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটারদের মধ্য়ে বিরাট কোহলির (Virat Kohli) নাম একেবারে শীর্ষে থাকবে। ভারতবর্ষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তেই কোহলি অনুরাগীর অভাব নেই। এমনই এক অনুরাগী হলেন ইংল্যান্ডের এলি। দৃষ্টিহীন হলেও, ইংরেজ অনুরাগী কোহলির বড় ভক্ত। চোখে দেখতে না পারলেও, বিরাটের জীবনের না না কাহিনী শুনে শুনেই অনুপ্রাণিত হয়েছেন এলি। নিজের জন্মদিনে (Virat Kohli Bithday) এই সমর্থকদের এক ভিডিও দেখে আবেগাপ্লুত খোদ বিরাটও।
আবেগাপ্লুত বিরাট
ভারতের গত ইংল্যান্ড সফরে নটিংহ্যামে বিরাট কোহলিদের ম্যাচে উপস্থিত ছিলেন এলি। সেইসময়ই তাঁর বিরাটপ্রীতির গল্প ক্যামেরাবন্দী হয়। আজ, শনিবার, বিরাটের জন্মদিনে মেলবোর্নে তাঁকে সেই ভিডিও দেখানো হলে, বিরাটও নিজের আবেগ চেপে রাখতে পারেননি। সঙ্গে সঙ্গেই নিজের অনুরাগীকে সই করা জার্সি এবং ব্যাট উপহার দেওয়ার পাশাপাশি পরবর্তী ইংল্যান্ড সফরে তাঁর সঙ্গে দেখা করারও অঙ্গীকার করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
তিনি তাঁর ভক্তের উদ্দেশ্যে বলেন, 'এলি, আমার জন্য এত সুন্দর এক বার্তা পাঠানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমি তোমার জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারায় নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তোমার জন্য আমার তরফে অনেক শুভকামনা। আশা করছি ঈশ্বর তোমার জীবনে অনেক আনন্দের মুহূর্ত উপহার দেবেন। আমরা ইংল্যান্ডে গেলে আমি সঙ্গে নিশ্চয়ই দেখা করব। তোমার সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় রয়েছি। আমার তরফে তোমায় আমি আমার সই করা একটি শার্ট ও ব্যাট উপহার দিতে চাই। সবসময় এমনভাবে যেন তোমার মুখে হাসি লেগে থাকে।'
কোহলিকে পাক তারকার শুভেচ্ছা
আরও একটা বসন্ত পার করলেন বিরাট কোহলি। আজ ৫ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই বিশেষ দিনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটারের হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা পেলেন কিং কোহলি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাক পেসার শাহনাওয়াজ দাহানি। নিজের শুভেচ্ছাবার্তায় শাহনাওয়াজ লিখেছেন, ''এই মানুষটাকে ৫ নভেম্বর শুভচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন প্রকৃত শিল্পী, যার জন্য ক্রিকেটটা এত সুন্দর হয়ে উঠেছে। শুভ জন্মদিন বিরাট। দারুণ দিন কাটুক তোমার। গোটা বিশ্বকে এভাবেই আনন্দ দিতে থাক।''
আরও পড়ুন: 'রাজ্যের অপমান', সৌরভকে বোর্ড সভাপতি পদ থেকে সরানোয় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে