Virat Kohli Record: গেলকে পেরলেন দুরন্ত ফর্মে থাকা কোহলি, সামনে শুধু জয়বর্ধনে
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
সিডনি: বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। বৃহস্পতিবার নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি। ভারতের ইনিংসের শেষে ৪৪ বলে ৬২ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে।
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। তাঁর চেয়ে ৮ ম্যাচ কম খেলে মাত্র ২৭ রানে পিছিয়ে কোহলি। সব কিছু ঠিকঠাক চললে চলতি বিশ্বকাপেই মাহেলাকে পেরিয়ে যাবেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
রোহিতের নজির
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রান করে ফিরলেন রোহিত। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।
আর তিন ছক্কা মেরে নতুন একটি রেকর্ড গড়লেন রোহিত। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড।
এতদিন যুবরাজই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে ৩৩টি ছক্কা রয়েছে যুবির। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ডের শরিক হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ছক্কা হয়ে গেল রোহিতের। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের