কোহলি বলছেন, কঠিন জিনিসকে একেবারে সহজ করে দেয় ঋদ্ধি। উল্লেখ্য, ঋদ্ধি ২৭ টি টেস্ট খেলে ৩৩ গড়ে ১০৯৬ রান করেছেন। তাঁর কেরিয়ারে রয়েছে ৩ টি সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি।
2/5
২০১৪-তে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে দলের নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধি। উইকেটের পিছনে তাঁর পারফরম্যান্স দলকে ভরসা দিয়েছে। কোহলির কথায়, ঋদ্ধি খুব শীঘ্রই দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার দিকে এগোচ্ছে। বর্তমানে টেস্ট ক্রিকেটে ও-ই সবচেয়ে সেরা উইকেটরক্ষক। বিগত কয়েকটি ম্যাচে ওর দুর্দান্ত কিপিং তো সবাই দেখেছে।
3/5
কলম্বোয় কঠিন পিচে ঋদ্ধি যে দক্ষতার সঙ্গে কিপিং করেছেন, তা ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে উইকেটে জমে যাওয়া কুশল মেন্ডিসকে যে কঠিন ক্যাচ নিয়ে ঋদ্ধি আউট করেছেন, তা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। শুধু কিপিং নয়, ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন বাংলার এই উইকেটরক্ষক। কোহলি বলেছেন, ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলে ঋদ্ধি। ওখানে ওর দায়িত্ব দারুনভাবে পালন করছে ঋদ্ধি।
4/5
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি এখন দলের ক্রিকেটারদের প্রশংসার পঞ্চমুখ। অধিনায়ক বিশেষ করে দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে নিয়ে উচ্ছ্বসিত।
5/5
উইকেটরক্ষক হিসেবে এখনও পর্যন্ত তিনি ধরেছেন ৫২ টি ক্যাচ। ৯ ব্যাটসম্যানকে স্ট্যাম্পিং করেছেন। ৯ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৭ টি ক্যাচ। স্ট্যাম্পিং ১৮ টি।