এক্সপ্লোর
Advertisement
ভারত্তোলনের ভিডিও শেয়ার করে কোহলি বললেন, নতুন কিছু শেখার জন্য ধৈর্য্যের প্রয়োজন
ফিটনেস নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একেবারেই কোনওরকম আপোসে বিশ্বাসী নন। নিজেকে ফিট রাখতে তাঁর উত্সাহের কথা সবারই জানা। তাঁর এই উত্সাহ সহ খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করে।
নয়াদিল্লি: ফিটনেস নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একেবারেই কোনওরকম আপসে বিশ্বাসী নন। নিজেকে ফিট রাখতে তাঁর উত্সাহের কথা সবারই জানা। তাঁর এই উত্সাহ সহ খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করে। তাঁরাও ফিটনেস নিয়ে বাড়তি পরিশ্রম করতে এতটুকু দ্বিধা করেন না। দল বাছাইয়ের ক্ষেত্রে ফিটনেসের একটি পরীক্ষা বাধ্যতামূলক। তা হল ইয়ো ইয়ো টেস্ট।
বর্তমানে বিশ্বক্রিকেটের অন্যতম বড় তারকা কোহলি। কিন্তু সেজন্য ফিটনেস নিয়ে আগ্রহে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। নিজেকে ফিট রাখতে বরাবরই প্রচুর পরিশ্রম করেন তিনি। কোহলি তাঁর জিমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।ওই ভিডিওতে তাঁকে ভারত্তোলন করতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে একইসঙ্গে দুটি দৃশ্য রয়েছে। যাতে ২০১৬ এবং ২০১৯-এ একইভাবে কোহলিকে ভারত্তোলন করতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে টেকনিকে নিয়ে নিজের অভিমতের কথা কোহলি জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন, ওজন বাড়ানোর আগে টেকনিক সঠিক করার জন্য সময় নিতে হবে। এই একই ধরনের অনুশীলন করতে করতে তিনি বছর হয়ে গেল। ধারাবাহিকভাবে এটা নিয়ে পরিশ্রম করছি এবং টেকনিক সংশোধনের চেষ্টা করেছি। এর ফলে আমার শরীরের ক্ষমতাও বেড়েছে। তাই নতুন কিছু শিখতে হলে ধ্যৈর্যের প্রয়োজন। ফিট থাকুন, সুস্থ থাকুন। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পর দলে ফিটনেস সম্পর্কে গুরুত্ব আরও বেড়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
ক্রিকেট
Advertisement