Virat Kohli: চশমা, ইয়ারপড, হাতঘড়ি, ক্রসবডি ব্যাগ, স্টাইল স্টেটমেন্টে সেরা কিংগ কোহলি
India vs Australia T20: পঞ্জাব ক্রিকেট সংস্থা থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোহলিকে দেখা যাচ্ছে কালো ট্রাউজার্স ও ঢিলেঢালা রাউন্ড নেক টি শার্টে।
![Virat Kohli: চশমা, ইয়ারপড, হাতঘড়ি, ক্রসবডি ব্যাগ, স্টাইল স্টেটমেন্টে সেরা কিংগ কোহলি Virat Kohli steals lime light with his attire as he arrives at Chandigarh to play T20 series against Australia Virat Kohli: চশমা, ইয়ারপড, হাতঘড়ি, ক্রসবডি ব্যাগ, স্টাইল স্টেটমেন্টে সেরা কিংগ কোহলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/2f596bda814f580a53929db40aba55ca166343640596850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে চণ্ডীগড়ে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা (Ind vs Aus)। শনিবার বিভিন্ন ভাগে ভারতীয় দলও পৌঁছে গেল মোহালিতে। সকালের দিকে শহরে আসেন জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, দীনেশ কার্তিক, আর অশ্বিনরা। সন্ধ্যার দিক থেকে একে একে ঢোকেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। রবিবার থেকেই প্র্যাক্টিসে নেমে পড়ার কথা ভারতীয় ক্রিকেটারদের।
তবে সকলের নজর কেড়ে নিলেন কিংগ কোহলি। তাঁর অনবদ্য় স্টাইল স্টেটমেন্ট দিয়ে। হার্দিক পাণ্ড্যর কালো শার্ট, বোতামখোলা বুক, গলায় মোটা চেন, কানে হীরে ছিল। দীনেশ কার্তিকও সাদা ফ্লোরাল শার্ট আর ডেনিম জিন্স, স্নিকার্সে নজর কেড়েছেন। তবে কোহলি বাকি সকলকে পিছনে ফেলেছেন।
পঞ্জাব ক্রিকেট সংস্থা থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোহলিকে দেখা যাচ্ছে কালো ট্রাউজার্স ও ঢিলেঢালা রাউন্ড নেক টি শার্টে। সঙ্গে ক্রস বডি ব্যাগ, যাতে দারুণ মানিয়েছে কোহলিকে। হাতে দামি হাতঘড়ি। চোখে চশমা। কানে ইয়ারপড। মুখ ঢাকা ছিল মাস্কে। পায়ে সাদা স্নিকার্স। আকর্ষণীয় দেখিয়েছে কোহলিকে। সতীর্থদের পিছনেও ফেলেছেন তিনি।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আর সেই কারণেই এই সিরিজে ভাল ফল করতে মরিয়া দুই দলই।
View this post on Instagram
প্রস্তুতি শুরু অজিদের
কীরকম মরিয়া? একটা ঘটনা থেকেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার রাতে মোহালিতে পৌঁছেছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। দীর্ঘ যাত্রার ধকল সামলে শনিবারই প্রস্তুতিতে নেমে পড়লেন অজি ক্রিকেটারেরা। অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল থেকে প্যাট কামিন্স, সকলেই অনুশীলনে নিজেদের উজাড় করে দিলেন। নেটে দেদার স্কুপ মারলেন ম্যাক্সওয়েল। এমনকী, ধ্রুপদী ঘরানার ব্যাটার হিসাবে পরিচিত স্মিথও মারলেন স্কুপ।
২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ভারতে এসে সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন ফিঞ্চরা। ভারতের উইকেট এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। অজি ক্রিকেটারদের অনুশীলনের ছবি পঞ্জাব ক্রিকেট সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)