Virat Kohli T20 WC Record: দুরন্ত প্রত্যাবর্তন, টি-২০ বিশ্বকাপে নতুন কীর্তি কোহলির
Ind vs Ban: বিরাট ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের রেকর্ড।
অ্যাডিলেড: একটা সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে রাখা উচিত কি না, তা নিয়েই প্রশ্ন উঠছিল। দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে রয়েছেন ছন্দে।
বুধবার একটি কীর্তি গড়ে ফেললেন কোহলি। তিনিই হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। বিরাট ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের রেকর্ড।
বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। পাকিস্তানের পর নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। ক্রিস গেলকে পেরিয়ে গিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের।
তালিকার শীর্ষে ছিলেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। বুধবারই সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলির ঝুলিতে ১০৩৩ রান হয়ে গিয়েছে। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৫ ম্যাচে প্রায় নব্বইয়ের কাছাকাছি গড় রেখে এই রান করেছেন কোহলি।
View this post on Instagram
পন্থ বাইরেই
বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার পিচের গতি ও বাউন্সে তিনি সড়গড়। অজিভূমে দুর্দান্ত কিছু ইনিংস রয়েছে তাঁর। দীনেশ কার্তিক (Dinesh Karthik) বড় রান না পাওয়ায় সেই ঋষভ পন্থকে (Rishabh Pant) ভারতের একাদশে খেলানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছিল। তার ওপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন ডিকে। তাঁর খেলা নিয়েও ছিল সংশয়। অনেকে ধরেই নিয়েছিলেন যে, বাংলাদেশের বিরুদ্ধে কার্তিকের পরিবর্তে খেলবেন তিনি।
কিন্তু ফিট হয়ে গিয়েছেন কার্তিক। তাঁর পিঠের ব্যথা কমেছে। আর কার্তিকের ওপরই ভরসা দেখাল টিম ইন্ডিয়া। পন্থের অপেক্ষা বাড়ল। বাংলাদেশের বিরুদ্ধে মাঠের বাইরেই বসতে হল রুরকির উইকেটকিপার-ব্যাটারকে।