এক্সপ্লোর
Advertisement
সারের সঙ্গে চুক্তি, আয়ারল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচে নেই বিরাট, খেলতে পারেন দ্রাবিড়ের কোচিংয়ে
নয়াদিল্লি: কাউন্টি দল সারের সঙ্গে জুন মাসের শেষপর্যন্ত চুক্তি থাকার কারণে ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। বিরাটের বদলে এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে বিরাটই ভারতীয় দলের অধিনায়ক হবেন।
আগেই জানা গিয়েছিল, ইয়র্কশায়ারের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলার পরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। এই ম্যাচ শুরু হবে ২৫ জুন থেকে। শেষ হওয়ার কথা ২৮ জুন। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ ২৭ জুন। তা সত্ত্বেও ভারতীয় দলে রাখা হয়েছিস বিরাটকে। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আমরা যদি প্রথম টি-২০ ম্যাচের জন্য অন্য কাউকে অধিনায়ক করে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে কোহলির নাম ঘোষণা করতাম, তাহলে আরও সংশয় তৈরি হত। প্রথম ম্যাচে অধিনায়ক থাকবে রোহিত শর্মা এবং দ্বিতীয় ম্যাচে ফিরবে কোহলি।’
বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের যে চারদিনের টেস্ট ম্যাচ হওয়ার কথা আছে, তার দিন বদল করার জন্য ইসিবি-কে অনুরোধ জানানো হতে পারে। এই ম্যাচ শুরু হওয়ার কথা ১৬ জুলাই। পরেরদিন ভারত ও ইংল্যান্ডের সিনিয়র দলের একদিনের সিরিজের শেষ ম্যাচ। টেস্ট সিরিজের আগে বিরাট, লোকেশ রাহুলরা যাতে আরও ভালভাবে প্রস্তুতি নিতে পারেন, সেটা নিশ্চিত করার জন্যই ভারতীয় এ দলের চারদিনের ম্যাচ পিছিয়ে ১৯ জুলাই থেকে শুরু করতে চাইছে বিসিসিআই। সেটা হলে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে দেখা যাবে বিরাট, রাহুলকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement