Virat Kohli to BCCI : গম্ভীরের সঙ্গে পুরনো দ্বন্দ্ব, BCCI-কে স্পষ্ট বার্তা কোহলির
Virat Kohli on Coach Gautam Gambhir : গম্ভীর হোক বা কোহলি, খেলার মাঠে দুইজনেই প্রতিপক্ষকে এক চুল জমি ছাড়তে রাজি নন।
নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর। আসন্ন শ্রীলঙ্কা সফরেই তাঁর যাত্রা শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে তাঁর সমীকরণ কী হতে চলেছে তা-ই এখন ভারতীয় ক্রিকেট-প্রেমীদের কাছে আলোচ্য বিষয়। গত দুই-তিন বছরে গম্ভীর IPL-এ যেরকম কাজ করেছেন তার পর রাহুল দ্রাবিড়ের পর তাঁর জায়গায় গম্ভীরের আসা নিয়ে একপ্রকার জল্পনাই ছিল। এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট কোহলিও যোগ দিচ্ছেন। এই প্রথমবার একই দলে তিনি গম্ভীরের সঙ্গে কাজ করবেন।
Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোহলি নিশ্চিত করেছেন যে, অতীতে গম্ভীরের সঙ্গে তাঁর যে মতপার্থক্য ছিল তার প্রভাব ভারতীয় দলে তাঁদের সম্পর্কে পড়বে না। কারণ, তাঁদের দুই জনেরই লক্ষ্য এক। তা হল- ভারতীয় দলের লাভ। কাজেই এনিয়ে বোর্ডের ভয় পাওয়ার কিছু নেই।
গম্ভীর হোক বা কোহলি, খেলার মাঠে দুইজনেই প্রতিপক্ষকে এক চুল জমি ছাড়তে রাজি নন। তা সে আইপিএলে বিরোধী দলের নেতা হিসাবে হোক বা সাম্প্রতিককালে নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর ও সিনিয়র খেলোয়াড় হিসাবে হোক। ময়দানে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়েছেন তাঁরা। কিন্তু, গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর, তাঁর এবং কোহলির মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে ।
কয়েক মাস আগেই, কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছেন গম্ভীর। দেশের মানুষ জানেন না, এই দুই জনের মধ্যে কী সম্পর্ক আছে। গম্ভীরের কথায়, 'আমাদের সম্পর্কে যে ধারণা আছে তার থেকে বাস্তবটা অনেক আলাদা। বিরাট কোহলির সঙ্গে আমার সম্পর্ক কেমন তা দেশের জানার দরকার নেই। যতটা আমি করব ততটা নিজেকে প্রকাশ করার অধিকার ওঁরও আছে। যাতে নিজেদের দল জেতে। আমাদের সম্পর্ক মানুষের কাছে মশলা দেওয়ার জন্য নয়। '
সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপের পরপরই ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণ থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। গোটা টুর্নামেন্টে বিরাট সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও, ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে ওঠেন তিনি। তাঁর ইনিংসে ভর করেই ভাল স্কোর খাড়া করে ভারত। শেষমেশ প্রোটিয়াদের থামিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।