এক্সপ্লোর
২০১৯ বিশ্বকাপে ভারত জিতলে কোহলি অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে হাঁটবে, মজার ছলে বললেন সৌরভ
![২০১৯ বিশ্বকাপে ভারত জিতলে কোহলি অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে হাঁটবে, মজার ছলে বললেন সৌরভ Virat Kohli will go down Oxford street shirtless if India win 2019 World Cup, says Sourav Ganguly ২০১৯ বিশ্বকাপে ভারত জিতলে কোহলি অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে হাঁটবে, মজার ছলে বললেন সৌরভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/15201214/sourav-ganguly-virat-kohli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি:ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
২০০৯-এ অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে একের পর এক নজির গড়ছেন তিনি। বিশ্বের যে কোনও বোলিং আক্রমণের সামনেই তাঁর পারফরম্যান্স অত্যন্ত চমকপ্রদ। ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টও ঝলসে উঠেছে তাঁর ব্যাট। কোহলির এই কৃতিত্বের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং ভিভিএস লক্ষ্মণ ও হরভজন সিংহর মতো তারকারা।
একটি টেলিভিশনের অনুষ্ঠানে সৌরভ বলেছেন, যখন আমরা অস্ট্রেলিয়া সফরে যেতেন তখন মনে করতেন লক্ষ্মণ, হরভজন ওদের হারিয়ে দেবে। কোহলি সম্পর্কে একই অনুভূতি হয় তাঁর।
সৌরভ বলেছেন, ‘আমরা যখন খেলতাম তখন ভারতীয় ক্রিকেট অন্য রকম ছিল, চিন্তাভাবনাও ছিল আলাদা, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের। এরপর ধোনি এসে দলকে এগিয়ে নিয়ে যায়। এখন বিরাটের সময়ে ও দলটাকে দাঁড় করিয়ছে এবং ও দলকে আরও এগিয়ে নিয়ে যাবে’।
সৌরভ আরও বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের পক্ষে সবচেয়ে ভালো বিষয় হল যে, বিভিন্ন সময়ে আলাদা আলাদা রোল মডেল রয়েছে। ধাপে ধাপে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট এবং আমরা বিভিন্ন প্রজন্মেই চ্যাম্পিয়নদের তৈরি করতে পেরেছি।কোহলি এখনকার রোল মডেল’।
ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন তত্কালীন অধিনায়ক সৌরভ। ২০১৯-এর বিশ্বকাপে কোহলির নেতৃত্বে ভারত খেলবে ইংল্যান্ডে। সৌরভ মজার ছলে বলেছেন, ‘২০১৯-এর বিশ্বকাপে জিতলে বিরাট অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে ঘুরবে’।
ভারতের প্রাক্তন অধিনায়ক অবশ্য কোহলির সঙ্গে প্রাক্তন ব্যাটিং মহাতারকা সচিন তেন্ডুলকরের তুলনায় যেতে চাননি। তিনি বলেছেন, লিটল মাস্টারের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যেতে পারেন কোহলি। কিন্তু সচিনের রেকর্ড কোহলি ভাঙতে পারবে কিনা, তা সময়ই বলে দেবে।
লক্ষ্মণও সৌরভের মতোই সচিনের সঙ্গে কোহলির তুলনা করতে চাননি। তিনি বলেছেন, ‘দুই প্রজন্মের মধ্যে তুলনা করা যায় না। সচিন আমাদের সময়ের ট্রেন্ড সেটার। মাঠে নেমে ভারতকে ম্যাচ জেতাত। আমরাও তা করার চেষ্টা করতাম। কোহলির মধ্যে আমি সেটাই দেখতে পাই’।
হরভজন বলেছেন, ‘সচিন অন্য পর্যায়ের ক্রিকেটার। সচিন ও কোহলি আলাদা ধরনের ব্যাটসম্যান। সচিনের মতো কেউ নয় এবং বিশ্ব ক্রিকেটে আর একটা সচিন আর আসবে না। আমি দুজনের বিরুদ্ধেই বল করেছি। কিন্তু আমার মনে হত, সচিনকে আউট করাটা অসম্ভব’।
ভাজ্জি আরও বলেছেন, ‘বিরাট দুরন্ত ব্যাটসম্যান। গত চার-পাঁচ বছর মাঠে দাপিয়ে বেড়াচ্ছে ও। কিন্তু সচিন অন্য পর্যায়ের’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)