এক্সপ্লোর
আমাদের দেশে এসে খেলুন, বিরাট কোহলিকে আর্জি পাকিস্তানি ক্রিকেট অনুরাগীর
ভারতীয় দল এক দশকেরও বেশি সময় পাকিস্তান সফরে যায়নি। দীর্ঘদিন ভারত-পাকিস্তান সিরিজও হচ্ছে না।

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: শুধু ভারতেই নয়, পাকিস্তানেও বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা কম নয়। লাহৌরে পাকিস্তান-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ চলাকালীন সেটা দেখা গেল। বিরাটকে পাকিস্তানে গিয়ে খেলার আর্জি জানিয়ে পোস্টার তুলে ধরলেন এক ক্রিকেটপ্রেমী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন।
@imVkohli we are hoping you to come Pakistan and play cricket here also. We love you I am big fan of you. Lots of love ❤️ and strength from 🇵🇰 #PakVsSri #Lahore #Pakistan pic.twitter.com/ACHm00qd6p
— Shahbaz Sharif Qasmi (@shahbazSSQ) October 9, 2019
ভারতীয় দল এক দশকেরও বেশি সময় পাকিস্তান সফরে যায়নি। দীর্ঘদিন ভারত-পাকিস্তান সিরিজও হচ্ছে না। দু’দল এখন শুধু আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয়। দু’দেশের ক্রিকেটপ্রেমীরাই উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় থাকেন। কিন্তু সেই সুযোগ বড় একটা পাওয়া যায় না। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে ভারত-পাক সিরিজ কোথায় হবে, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ক্রিকেটপ্রেমীরা ভারত-পাক লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। Hopefully soon my friend. we would also like to see pak play in india as well😍🌹
— Matargast Zero (@MatargastLog) October 9, 2019
What a lovely gesture from our neighbour fan! God bless!! And sorry on behalf of the haters from my country. We unfortunately have haters on both sides.!#Loveoverhate
— Siddarth (@SiddarthRupani) October 9, 2019
Such a lovely gesture. Love you bro.
Again, people of pakistan are very much true & positive.
— harish🇮🇳 (@Me_harish14) October 9, 2019
Respect you man 😍😍😍😍
— Madhesh (@Madhesh68709603) October 9, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















