এক্সপ্লোর
Advertisement
সুইৎজারল্যান্ডে যাইনি, তাজমহলও দেখিনি, ভক্তদের কোহলি
গুড়গাঁও: দিল্লির ছেলে, কিন্তু এখনও তাজমহল দর্শন হয়নি বিরাট কোহলির। তিনি কোনওদিন সুইৎজারল্যান্ডে যাননি। দু জায়গাতেই যাওয়ার ইচ্ছা রয়েছে ভারতের টেস্ট দলের অধিনায়কের।
এক অনুষ্ঠানে ভক্তদের মাঝে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের এমনই অনেক অজানা কথা বলেছেন কোহলি। ভক্তরা প্রশ্ন করেন, তাঁর হাতে এত ট্যাটু কেন, ম্যাচ শেষ হওয়ার পরে তিনি কাকে প্রথম ফোন করেন। সব প্রশ্নেরই জবাব দিয়েছেন ভারত অধিনায়ক।
এ বছরের এপ্রিলে কোহলি ফ্যান ক্লাব চালু হয়েছে। সেই ফ্যান ক্লাবের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি প্রতিযোগিতার মাধ্যমে ৩৫ জনকে বেছে নেওয়া হয়েছিল। তাঁরা স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পান।
এই প্রথম এই ধরনের অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করলেন কোহলি। তিনি বলেছেন, তাঁর কাছে বরাবরই ভক্তদের জন্য বিশেষ জায়গা আছে। এতদিন তিনি যে কথা কাউকে বলেননি, সেগুলি জানতে চেয়েছিলেন ভক্তরা। তিনি সবার প্রশ্নের জবাব দিয়েছেন। ভবিষ্যতে আবার ভক্তদের সঙ্গে দেখা করবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement