এক্সপ্লোর
অভিনব কায়দায় যুবি ও ধোনির প্রশংসায় বীরু

কলকাতা: গতকাল কটকে ভিন্টেজ যুবি-ধোনি জুটির ঝলক দেখে আপ্লুত ভারতের ক্রিকেট অনুরাগীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সময় ভারত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে চতুর্থ উইকেটে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ২৫৬ রানের পার্টনারশিপে ভর করে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল কোহলির ভারত। তিনটি ছক্কা ও ২১ টি বাউন্ডারির সাহায্যে যুবরাজ সিংহ করেন ১৫০ রান। একদিনের ক্রিকেটে এটাই তাঁর সর্বোচ্চ রান। যুবি যেখানে ২০১১-তে শেষ সেঞ্চুরি করেছিলেন, সেখানে ধোনির ব্যাটে শেষবার সেঞ্চুরি এসেছিল ২০১৩-তে। ১০ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁদের জুটিতে ভর করে ভারত পৌঁছে যায় ৩৮১ রানে। ধোনি ও যুবির মতো দুরন্ত ফর্মে দেখা যাচ্ছে তাঁদের প্রাক্তন সহ খেলোয়াড় বীরেন্দ্র সহবাগকেও। তবে পিচে নয়, ট্যুইটারে। এখন তো তাঁকে কেউ কেউ ট্যুইটার কিং-ও বলছেন। গতকালের ধোনি-যুবির জুটির প্রশংসা করতে গিয়ে নিয়ে এলেন নোট বাতিলের প্রসঙ্গ।
Only old notes are out of circulation. Great knocks from @YUVSTRONG12 and @msdhoni . pic.twitter.com/A87EmghpV8
— Virender Sehwag (@virendersehwag) January 19, 2017
আর যুবির এই অসাধারণ কামব্যাক নিয়ে নিজের আবেগের কথাও চেপে রাখতে পারলেন না বীরু। This man has defeated Cancer. Today,he only defeated the English bowlers.Everyone can learn not to give up. Proud of @YUVSTRONG12 #INDvENG pic.twitter.com/1wdBhpKEAa — Virender Sehwag (@virendersehwag) January 19, 2017সহবাগ ছাড়াও সচিন তেন্ডুলকরও ধোনি-যুবির যুগলবন্দী দেখে মুগ্ধ।
What an amazing partnership between a superstar and a rockstar!! We enjoyed the show :) @YUVSTRONG12 @msdhoni #INDvENG pic.twitter.com/mU8o3iJfZi
— sachin tendulkar (@sachin_rt) January 19, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















