এক্সপ্লোর
Advertisement
ধোনিকে পুনের অধিনায়ক পদ থেকে সরানোয় 'খুশি' সহবাগ!
পুনে : বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে এখনকার সবচেয়ে সেরা দল বলে মনে করেন বীরেন্দ্র সহবাগ। ভারতীয় দলের এই প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান সহবাগ বলেছেন, চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩-০ বা ৩-১ জিতবে।
আইপিএলে রাইজিং পুনে সুপারজায়েন্টসের অধিনায়ক পদ থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে সরিয়ে দেওয়া নিয়েও মন্তব্য করেছেন বীরু। ক্রীড়া বিষয়ক লিটারারি ফেস্টিভ্যাল 'স্পোরটেল'-এ বীরু বলেছেন, ধোনি আর পুনের অধিনায়ক না থাকায় তিনি খুশি। আসলে মজার ছলে বীরু একথা বলেছেন। তাঁর কথায় ‘আমি এই কারণে খুশি যে ধোনি অধিনায়ক না থাকায় এবার আমার দল কিংস ইলেভেন পঞ্জাব পুনেকে হারাতে পারবে’।
উল্লেখ্য, কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর সহবাগ।
মজার ছলে ওই কথা বলার পর ফের সিরিয়াস হয়ে যান বীরু। তিনি বলেন, আমি মনে করি, এটা সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। কিন্তু এ কথা মনে রাখতে হবে যে, ধোনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক।
গত ২০ ফেব্রুয়ারি আইপিএল নিলামের ঠিক আগের দিন পুনে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে ধোনিকে সরিয়ে স্টিভ স্মিথকে দলের অধিনায়ক করার কথা ঘোষণা করা হয়েছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement