২,১৯৯ কোটি টাকার বিনিময়ে আগামী ৫ বছর আইপিএল টাইটেল স্পনসর থাকল ভিভো
মুম্বই: আকাশছোঁয়া অঙ্কের বিনিময়ে আগামী ৫ বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পন্সরশিপের বরাত ধরে রাখল চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের মূল স্পনসর হিসেবে দেখা যাবে এই সংস্থাটিকে। চুক্তির মোট মূল্য ২১৯৯ কোটি টাকা। গতবার ব্যয় করা অঙ্কের থেকে এবার আইপিএলের স্পনসর হতে চিনের সংস্থাটি ব্যয় করেছে ৫৫৪ শতাংশ বেশী অর্থ। এদিন বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। জানা গিয়েছে, প্রতিবছর চুক্তি অনুযায়ী ৪৪০ কোটি টাকা দেবে ভিভো। প্রসঙ্গত, গত ২ বছর ধরেই আইপিএল-এর প্রধান স্পনসর হিসেবে রয়েছে ভিভো। সেই চুক্তির মূল্য ছিল আনুমানিক বছরে ১০০ কোটি টাকা। নতুন চুক্তির জন্য ভিভোর সঙ্গে প্রতিযোগিতা ছিল আরেক চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা অপো-র। সূত্রের খবর, পাঁচ বছরের জন্য এই সংস্থাটি ১৪৩০ কোটি টাকার বিড দিয়েছিল। এই প্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, আগামী পাঁচ বছর প্রধান স্পনসর হিসেবে ভিভো থেকে যাওয়ায় আমরা আনন্দিত। গত ২ বছর ধরে সংস্থার সঙ্গে আমাদের সম্পর্ক দুর্দান্ত।