এক্সপ্লোর
Advertisement
আর কতদিন টি-২০ ম্যাচে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হবে ধবনকে, প্রশ্ন লক্ষ্মণের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ ধবনের কাছে বড় পরীক্ষা।
নয়াদিল্লি: আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে শিখর ধবনকেই সুযোগ দেওয়া হবে না কি অন্য কাউকে দেখা যাবে, সে বিষয়ে স্পষ্ট জবাব চাইছেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ। তিনি একটি সংবাদমাধ্যমে নিজের কলমে লিখেছেন, ‘পরবর্তী টি-২০ বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। শিখর ধবনকে এখনও ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে সুযোগ দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। অন্য অনেক ব্যাটসম্যানই টপ অর্ডারে রোহিতের সঙ্গে ব্যাটিং করার যোগ্য। আর কতদিন টিম ম্যানেজমেন্ট ধবনকে সুযোগ দেবে সেটা দেখার।’
ইংল্যান্ডে এবারের বিশ্বকাপ চলাকালীন চোট পান ধবন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি জাতীয় দলে ফেরেন। তবে তারপর থেকেই তিনি ফর্মে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। চলতি বছরে সাতটি টি-২০ ম্যাচে তিনি মাত্র ১০৫ রান করেছেন। গড় মাত্র ১৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ ধবনের কাছে বড় পরীক্ষা। এই সিরিজে রান না পেলে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেন নির্বাচকরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement