'স্ত্রীর সঙ্গে ওই সময়টায় থাকতে চাই', ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি
রোহিতের অনুপস্থিতি যে অনিশ্চয়তার সৃষ্টি করবে তা অনেকাংশে স্বীকার করেন নেন কোহলি
সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফি টেস্ট সিরিজের পুরোটা খেলবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচের পর তিনি দেশে ফিরে আসছেন ডিসেম্বরে, সন্তানের জন্মের সময়ে স্ত্রী-র পাশে থাকার জন্য।
এই ব্যাপারে তিনি বিসিসিআইয়ের অনুমতি চেয়েছিলেন। অনুমতি মিলেছে। বিরাটের অনুপস্থিতিতে টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে দলকে নেতৃত্ব দেবেন। বিরাট জানিয়েছেন এই কথা।
তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবং টি-২০ সিরিজে কোহলি দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু অ্যাডিলেডে টেস্ট সিরিজের প্রথম দিন-রাতের ম্যাচের পর তিনি ভারতে ফিরবেন। এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন বিরাট। এই ব্যাপারে কথা বলেন। জানান, আমি ওই সময়টা স্ত্রীর সঙ্গে থাকতে চাই।
সীমিত ওভারের দুই সিরিজে নেই ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা ওপেনার রোহিত শর্মা। হ্যামস্ট্রিং চোটের চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠেননি। পরে, টেস্ট সিরিজে হয়ত তাঁকে পাওয়া যেতে পারে।
এর আগে শেষ যে দুটি সিরিজে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল সেগুলো ছিল ২০১৬ এবং ২০১৮ সালে। ২০১৬ সালের সিরিজের ফল অস্ট্রেলিয়ার পক্ষে ৪-১ হয়েছিল। ২০১৮ সালে অবশ্য ভারত সিরিজ জেতে ২-১ ফল করে।
সেবার সর্বাধিক রান স্কোরার ছিলেন রোহিত। তাই অস্ট্রেলিয়া সিরিজে রোহিত যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সমস্যাটি সম্পর্কে বিরাট বলছেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এর সমাধান কি ভাবে করা যায় তা নিয়ে আমাদের ভাবনা-চিন্তা চলছে। দেখা যাক। তবে রোহিতের অনুপস্থিতি যে অনিশ্চয়তার সৃষ্টি করবে তা কার্যত স্বীকার করে নেন কোহলি।
২৫ নভেম্বর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনা। সেকথা স্মরণ করে বিরাট বলেন, আমরা খেলার জগতে একজন সত্যিকারের জিনিয়াসকে হারালাম। দুঃখ প্রকাশের ভাষা নেই।