Fifa World Cup: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না
Qatar Football World Cup 2022: আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ ফুটবল। কাতারের মাটিতে বসতে চলেছে এবারের টুর্নামেন্ট। গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
![Fifa World Cup: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না Warning for Football Fans as One-night Stands at Qatar World Cup Can Lead to Jail Time Fifa World Cup: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/5826cf284bd9cdb79e0222373df999e5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই কাতারে (Qatar) বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর। গোটা বিশ্ব থেকে ৩২ টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে আয়োজক দেশে প্রায় উৎসব শুরু হয়ে যায়। সেখানে ফুটবল জ্বরে মাতোয়ার সমর্থকরা খেলার পরেও বিভিন্ন কার্যকলাপে অংশ নেন। চলে দেদার পার্টি, লেট নাইট জাগা, উন্মাদনা। তবে এবার কাতার বিশ্বকাপে অনেক কিছুতেই বিধিনিষেধ রয়েছে।
কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির সময় থেকেই অনেক বিতর্ক জন্ম নিয়েছিল। প্রচুর শ্রমিক মারা গিয়েছিলেন সেই সময়। এবার খেলা দেখতে আসা বাইরের দর্শকদের জন্য থাকছে কিছু নিষেধাজ্ঞা। বিবাহ বহির্ভূত সম্পর্কের ওপর থাকছে টুর্নামেন্টে নিষেধাজ্ঞা। কোনওভাবেই এই ধরণের সম্পর্কে লিপ্ত হতে পারবেন না কেউ। সেক্ষেত্রে কড়া শাস্তিও ভোগ করতে হবে পারে। এরকম ঘটনায় যদি কেউ ধরা পড়েন, তবে তাঁর ৭ বছরের জেল হতে পারে। বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচ শেষে রাতভর পার্টি। কিন্তু কাতারে তা নিষিদ্ধ।
এবারই প্রথম মহিলা রেফারি
উল্লেখ্য, ফিফার তরফে কাতার বিশ্বকাপের জন্য তিন মহিলা রেফারির নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন রুয়ান্ডা থেকে সালিমা মুকাসানগা, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও ফ্রান্সের স্টেফানি ফ্রাপা। উল্লেখ্য, ফ্রাপা এর আগে প্রথম মহিলা রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছিলেন। সহকারী রেফারি হিসেবে সুযোগ পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা।
আরও পড়ুন: এই আটটি স্টেডিয়ামেই বসতে চলেছে কাতার বিশ্বকাপের আসর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)