IND vs ENG: 'অ্যালেক্সা প্লিজ প্লে...', সোশাল মিডিয়ায় ভাইরাল জাফরের মজাদার ট্যুইট
Wasim Jaffer On Bumrah: কোনও তুলনাই হয় না। এক একটি বল এমন ছিল যা না কোনও ব্যাটারের পক্ষেই খেলা সম্ভব নয়। ক্রিকেটীয় ভাষায় এই ধরণের বলকে বলা হয় আনপ্লেবল।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে সেরা পেসার কে? এই প্রশ্নের উত্তের নিঃসন্দেহে উঠে আসবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (One Day International) ম্য়াচে যেভাবে দুরন্ত বোলিংয়ে নাস্তানাবুদ করেছেন ব্রিটিশ ব্যাটারদের তার কোনও তুলনাই হয় না। এক একটি বল এমন ছিল যা না কোনও ব্যাটারের পক্ষেই খেলা সম্ভব নয়। ক্রিকেটীয় ভাষায় এই ধরণের বলকে বলা হয় আনপ্লেবল। এই 'আনপ্লেবল' শব্দটিই অদ্ভুতভাবে ব্য়বহার করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। যশপ্রীত বুমরাকে প্রশংসা করতে গিয়ে জাফরে এই ট্যুইট ভাইরাল হয়েছে।
কী ট্যুইট করেছেন জাফর?
ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরার। তাঁর পারফরম্যান্সকেই বর্ণনা করতে গিয়ে মজাদার একটি ট্যুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ''অ্যালেক্সা প্লিজ প্লে যশপ্রীত বুমরা'', জবাবে প্রত্যুত্তরে এসেছে, ''সরি যশপ্রীত বুমরা ইস আনপ্লেবল।''
"Alexa, please play Jasprit Bumrah"
— Wasim Jaffer (@WasimJaffer14) July 12, 2022
"Sorry, Jasprit Bumrah is unplayable"#ENGvIND pic.twitter.com/HN7G9scrgx
বুমরার আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সও ওয়াসিম জাফরের ট্যুইটের উত্তর দিয়ে মজাদার পোস্ট করেছে নিজেদের ইনস্টাগ্রামে।
View this post on Instagram