এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দেখুন: ৬,৬,৪,৪,৬,৬ -কানাডায় জিটি২০-তে শাদাব খানের ওভারে ক্রিস গেইলের ব্যাটে ঝড়
গ্লোবাল টি২০ লিগে ক্রিস গেইলের বিধ্বংসী ফর্ম অব্যাহত। তাঁর ৯৪ রানে ভর করে এডমোন্টন রয়্যালসের বিরুদ্ধে ছয় উইকেটে জিতল ভ্যাঙ্কুবার নাইটস। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভ্যাঙ্কুবারের শুরুটা খুব একটা ভালো হয়নি।
কানাডা: গ্লোবাল টি২০ লিগে ক্রিস গেইলের বিধ্বংসী ফর্ম অব্যাহত। তাঁর ৯৪ রানে ভর করে এডমোন্টন রয়্যালসের বিরুদ্ধে ছয় উইকেটে জিতল ভ্যাঙ্কুবার নাইটস।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভ্যাঙ্কুবারের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই টোবিয়াস ভিসে মহম্মদ হাফিজের বলে আউট হয়ে যান। এরপর চ্যাডউইক ওয়াল্টনের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের হাল ধরেন স্বঘোষিত ইউনিভার্স বস। দুজনেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। নিয়মিত বাউন্ডারি আসছিল। কিন্তু ১৭ রান করে আউট হন চ্যাডউইক।
উইকেটের পতনে অবশ্য ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যানের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। মারকুটে মেজাজে চার ও ছয় মারতে থাকেন তিনি। এরইমধ্যে ১৩ তম ওভারে শাদাব খানের বোলিংয়ে নিজের ব্যাটিংকে টপ গিয়ারে তুলে আনেন। ওই ওভারটাই শেষপর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।ওই ওভারে চারটি ছয় ও দুটি বাউন্ডারি মারেন গেইল।
পরের ওভারেই অবশ্য বেন কাটিং গেইলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ৪৪ বলে ৯৪ রান করেন তিনি। আন্দ্রে রাসেলও পরের বলেই আউট হন। এরপর ড্যানিয়েল সামস ও মালিক দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। সংক্ষিপ্ত স্কোর: ভ্যাঙ্কুবার নাইটস ৪ উইকেটে ১৬৬ (গেইল ৯৪, শোয়েব মালিক অপরাজিত ৩৪, বেন কাটিং ২৭ রানে ৩ উইকেট) ছয় উইকেটে হারাল এডমোন্টন রয়্যালসকে ৯ উইকেটে ১৬৫ (কাটিং ৭২, মহম্মদ নওয়াজ ৪০, হেডেন ওয়ালস ২০ রানে ২ উইকেট)Power hitting! 6-6-4-4-6-6@henrygayle in Shadab Khan's over. Watch here!#ERvsVK #GT2019 pic.twitter.com/kJKD8FeGCV
— GT20 Canada (@GT20Canada) August 3, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement