এক্সপ্লোর
Advertisement
দেখুন: রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি, কেদারের দিকে কড়া চাউনি ধোনির
চেন্নাই: গতকাল চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আরও একটা স্মরণীয় ইনিংস খেললেন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ভারত জিতল ২৬ রানে। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে হাফসেঞ্চুরির সেঞ্চুরি করলেন ধোনি। কিন্তু অস্ট্রেলিয়া তাঁকে রান আউটের একটা সুবর্ণ সুযোগ না ছাড়লে হয়ত অন্যরকম কিছু হতে পারত।
মণীশ পান্ডে আউট হওয়ার পর ক্রিজে কেদার যাদবের সঙ্গে যোগ দেন ধোনি। ভারতীয় দলের ইনিংসের ২২ তম ওভারের ঘটনা। ধোনি তখন সাত রানে ব্যাট করছিলেন। কভারে একটা বল ঠেলে দিয়েই রান নিতে ছোটেন তিনি। কিন্তু তাঁর ডাকে সাড়া দেননি কেদার। ফলে মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁকে। কিন্তু ফেরার সময় একটু পিছলে যান। বল ততক্ষণে মাটি থেকে তুলে স্ট্যাম্প লক্ষ্য করে ছোঁড়েন অস্ট্রেলিয়ার হিল্টন কার্টরাইট। কিন্তু বল স্ট্যাম্পে লাগেনি। ওভার থ্রো হয়ে যায়। দুই ব্যাটসম্যান এক রান নেন। রান নিয়েই কেদার যাদবের দিকে কড়া চোখে তাকান ধোনি। এমনিতেই ঠাণ্ডামাথার খেলোয়াড় হিসেবে পরিচিত ধোনি। কিন্তু তাঁর ওই চাউনিতেই ওই ঘটনায় অসন্তোষ ফুটে উঠল।
— Virat Kohli (@Cricvids1) September 17, 2017এর পরের বলেই কেদার (তখন সংগ্রহ ৪০ রান) মার্কাস স্টোয়নিসকে পুল করতে গিয়ে কার্টরাইটের হাতেই ক্যাচ তুলে ফিরে যান। ধোনি কেদারকে ঠিক কী বার্তা দিয়েছিলেন, তা বুঝতে বাকি থাকল না ভারতীয় অনুরাগীদের সামনে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানালেন তাঁরা। কেউ বলছেন, কেদার এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে পরের বলেই আউট হয়ে যান। আবার কেউ বলেছেন, দুই ব্যাটসম্যানের পরস্পরের সঙ্গে কথা বলা উচিত ছিল। এতে যা হল, তাতে একটা উইকেট হারাতে হল।
What a stare at Kedar jadhav... Don't mess with @msdhoni a rare footage @ChennaiIPL @BCCI #INDvAUS — vijay kumar (@VijayCrak) September 17, 2017
Kedar Jadhav got so much scared after MS Dhoni's angry stare that he got out the next ball. #INDvAUS
— Rohan Sengupta (@GarryDevilDada) September 17, 2017
Kedar Jadhav And Ms Dhoni Were Need To Talk After That Collusion It Cost Wicket Really Next Ball #INDvAUS — Sanket Shahane (@TheRoyalThug) September 17, 2017
Kedar Jadhav And Ms Dhoni Were Need To Talk After That Collusion It Cost Wicket Really Next Ball #INDvAUS
— Sanket Shahane (@TheRoyalThug) September 17, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement