Naatu Naatu Dance Viral: অস্কারজয়ী 'নাটু নাটু'র সুরে মাঠেই নাচ হরভজন-রায়নার, দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা
Legends Cricket League 2023: অস্কারজয়ী গান 'নাটু নাটু'র ছন্দে প্রিয় ক্রিকেটারদের নাচ। বুধবার রাত থেকে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নয়াদিল্লি: লেজেন্ডস লিগ ক্রিকেটের শিরোনামে উঠে এলেন হরভজন সিংহ (Harbhajan Singh) ও সুরেশ রায়না (Suresh Raina)। তবে ক্রিকেটের জন্য নয়, তাঁদের নাচের জন্য!
লেজেন্ডস লিগ ক্রিকেটে (The Legends League Cricket) প্রাক্তন ক্রিকেটার ও প্রিয় তারকাদের ফের একবার বাইশ গজে দেখার সুযোগ পাচ্ছেন অনুরাগীরা। তবে ক্রিকেটের পাশাপাশি বিনোদনও থাকছে সমর্থকদের জন্য।
কীরকম?
এই যেমন অস্কারজয়ী গান 'নাটু নাটু'র ছন্দে প্রিয় ক্রিকেটারদের নাচ। বুধবার রাত থেকে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হরভজন সিংহ ও সুরেশ রায়না। ইন্ডিয়া মহারাজা দলের দুই ক্রিকেটার প্রচারের যাবতীয় আলো ছিনিয়ে নিয়েছেন মাঠে নেচে। পরে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এলএলসি কর্তৃপক্ষ। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'দারুণ স্টেপস। ভীষণ মিষ্টি'।
বুধবার বাইশ গজেও নজর কেড়েছেন ভাজ্জি ও রায়না। ইন্ডিয়া মহারাজা ম্যাচে যদিও ওয়ার্ল্ড জায়ান্টসের কাছে ৩ উইকেটে হেরে যায়। তবে ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করে এক উইকেট নেন ভাজ্জি। রায়না ৪১ বলে ৪৯ রান করেন। ২টি চার ও ৩টি ছক্কা মারেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার।
View this post on Instagram
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। প্রথমে ব্যাট করে ইন্ডিয়া মহারাজাস তোলে ১৩৬/৯। ১৮ রানে ৩ উইকেট নেন ব্রেট লি। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ার্ল্ড জায়ান্টস। ৪৬ বলে ৫৭ রান করেন ক্রিস গেল। ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন ইউসুফ পাঠান। কিন্তু তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না।