এক্সপ্লোর
Advertisement
দেখুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসে সুবিশাল ছক্কা মেরে বোলার শেলডোন কোট্রেলকে ‘স্যালুট’ জোস বাটলারের
গ্রেনেডা: গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটে ঝড় তুললেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার। তাঁর স্ট্রোকে ভরা ইনিংস দর্শকদের ভরপুর মনোরঞ্জন করল। একদিনের ক্রিকেটে বাটলার তাঁর ব্যক্তিগত সর্বাধিক ১৫০ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১২ টি ছয় ও ১৩ টি চার।
বাটলারকে যোগ্যসঙ্গত দেন অধিনায়ক ইওন মর্গ্যান। তিনিও ১০৩ রানের ইনিংস খেলেন। দুজনের জুটিতে ২০৪ রান যোগ হয় এবং ইংল্যান্ড একদিনের ক্রিকেটে তাদের তৃতীয় সর্বাধিক রান করে। শেষ ১০ ওভারে যোগ হয় ১৫৪ রান।
এরইমধ্যে একটা ঘটনা সবার নজর কেড়েছে। এরটা সুবিশাল ছক্কা মেরে বোলার শেলডন কোট্রেলকে তাঁরই ট্রেডমার্ক স্যালুট ঠুকলেন বাটলার।
৪৯ তম ওভারে কোট্রেল একটা লোয়ার ফুলটস বল করেন। বাটলার ডেলিভারে সঠিক অনুমান করে মিড উইকেটের ওপর দিয়ে ইনিংসে নিজের দশম ছক্কা মারেন। এরপরই হাসিমুখে কোট্রেলকে স্যালুট করেন তিনি। আসলে সিরিজে দ্বিতীয় একদিনের ম্যাচে বোলিংয়ে সাফল্যের পর এভাবেই স্যালুট করেছিলেন কোট্রেল। সেটাই চতুর্থ ম্যাচে ফিরিয়ে দিলেন বাটলার।
ইংল্যান্ড করে ৪১৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইলের ৯৭ রানে দুরন্ত ১৬২ রানের ইনিংসে ভর করে একেবারে শেষমুহূর্ত পর্যন্ত জয়ের আশা জিইয়ে রেখেছিল। শেষপর্যন্ত লেগ স্পিনার রশিদ প্রথম চার ওভারে বেধড়ক মার খাওয়ার পর স্লগ ওভারে বোলিং করতে এসে কার্লোস ব্রেথওয়েট ও অ্যাসলে নার্সের ৮৮ রানের সপ্তম উইকেট জুটি ভাঙেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement