এক্সপ্লোর
Advertisement
দেখুন: টি ২০ তে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হলেন কে এল রাহুল
কলকাতা: টি ২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক পারফরমার কে এল রাহুল। ১৩ ম্যাচে ৪৭.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৪৩৬ রান। এরপরও ভারতের প্রথম একাদশে তাঁর জায়গা এখনও পাকা হয়নি। গতকাল নিদাহাস টি ২০ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন।
ব্যাটিং করতে নেমে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু শেষপর্যন্ত যেভাবে আউট হলেন তা খুবই অস্বস্তিকর। শ্রীলঙ্কাকে হারাতে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল যেভাবে আউট হলেন, তাঁর আগে টি ২০ তে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান এভাবে আউট হননি। ১৭ বলে ১৮ রানে আউট হয়ে নিজের নাম একটা অবাঞ্ছিত রেকর্ডের তালিকায় তুলে ফেললেন রাহুল। তিনি হিট উইকেট আউট হন।
দশম ওভারের শেষ বলে জীবন মেন্ডিসের বল স্পিন করে ভেতরে ঢুকেছিল। রাহুল সেই বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে শট খেলে রান নিতে দৌড়ন। কিন্তু ওই শট খেলতে গিয়ে ক্রিজের অনেকটা ভেতরে চলে যান তিনি। তাঁর পা স্ট্যাম্পে লেগে বেল পড়ে যায়। প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
উল্লেখ্য, টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হয়েছিলেন লাল অমরনাথ। একদিনের ক্রিকেটে নয়ন মোঙ্গিয়া।KL Rahul being the first Indian to be dismissed hit- wicket in T20I 😏 Video credit - @DSportINLive #SLvInd #NidahasTrophy #INDvSL pic.twitter.com/HqNPIscO37
— Swati (@SwatiT_) March 12, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement