এক্সপ্লোর
Advertisement
দেখুন: ফিল্ডিংয়ে নীল জার্সির হতাশার দিনে বিরাট কোহলির অসাধারণ ক্যাচ
চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য রেখেছিল ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সহজেই ওই লক্ষ্য হাসিল করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। রবিবার তিরুবনন্তপুরমের গ্রিন ফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচে রান ডিফেন্ড করতে নেমে ভারতের ফিল্ডিংয়ের হতশ্রী অবস্থা দেখা যায়।একাধিক মিস ফিল্ড হয়।
তিরুবনন্তপুরম: চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য রেখেছিল ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সহজেই ওই লক্ষ্য হাসিল করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। রবিবার তিরুবনন্তপুরমের গ্রিন ফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচে রান ডিফেন্ড করতে নেমে ভারতের ফিল্ডিংয়ের হতশ্রী অবস্থা দেখা যায়।একাধিক মিস ফিল্ড হয়।এরইমধ্যে ভারতের অধিনায়ক কোহলি একটা চোখধাঁধানো ক্যাচ নিলেন। তাঁর ওই ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার।
সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন হেটমেয়ার। রবিবারও আগের ম্যাচের পুণরাবৃত্তির লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু কোহলির দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।
১৪ তম ওভারে রবীন্দ্র জাডেজার বলে পর পর দুটি ছয় হাঁকিয়ে ১৩ বলে ২৩ রানে পৌঁছে যান হেটমেয়ার। আরও একটি বল তিনি সীমানার বাইরে ফেলার চেষ্টা করেন।কিন্তু লং অনে দাঁড়িয়ে থাকা কোহলি ডান দিকে অনেকটা ছুটে এসে শরীর শূন্যে ছুঁড়ে বল তালুবন্দী করে নিলেন। বল তালুবন্দী করার পর তাঁর প্রচেষ্টা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ক্যাচ ধরে মাটিতে পড়ে যান এবং পিছলে বাউন্ডারি লাইনের দিকে চলে যাচ্ছিলেন তিনি। ওই অবস্থাতেই শরীরে অসাধারণ ভারসাম্য বজায় রাখলেন তিনি। বাউন্ডারি লাইনের আর মাত্র কয়েক সেন্টিমিটার আগেই উঠে দাঁড়ালেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement