এক্সপ্লোর
দেখুন: নাগিন ড্যান্স অতীত, নয়া নাচে নজর কাড়লেন বাংলাদেশের মুশফিকর রহিম
নয়াদিল্লি: চলতি এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলির লড়াই জমে উঠেছে। ফাইনালের আগে সুপার ফোরের খেলা চলছে। ভারত ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, লিগ পর্বে দুরন্ত পারফরম্যান্সের পর আফগানিস্তান গ্রুপ ফোরে হারের মুখে পড়েছে। পাকিস্তানের কাছে অল্পের জন্য হেরে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে একেবারে শেষ বলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা।
বাংলাদেশের ২৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতে হোঁচট খেয়েছিল। যদিও হাশমতুল্লার ৭১ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় আফগানরা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ওপেনার মহম্মদ শাহজাদ। তিনিও হাফসেঞ্চুরি করেন।
কিন্তু শেষপর্যন্ত উত্তেজনাপূর্ণ শেষ ওভারে ৩ রানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এই দুরন্ত জয়ের পর বাংলাদেশি উইকেটরক্ষক মুশফিকর রহিম নতুন ধরনের নাচে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর ওই নাচ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এর আগে তাঁর নাগিন ড্যান্স খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই ড্যান্স এখন অতীত। নতুন নাচে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।.@mushfiqur15 teaches you to dance as if nobody is watching! #BANvAFG pic.twitter.com/wT0vyxp5q0
— Baahubali (@bahubalikabadla) September 25, 2018
— Mark (@Mark27975412) September 24, 2018আজ আফগানিস্তান ভারতের মুখোমুখি হচ্ছে। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement