এক্সপ্লোর
দেখুন, ১০০ মিটার দৌড়ে পাণ্ড্যকে হারিয়ে দিলেন ধোনি

মোহালি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ফিটনেস সম্পর্কে যাঁরা সন্দিহান, তাঁরা উপযুক্ত জবাব পেয়ে গেলেন। ভারতীয় দলের অনুশীলন চলাকালীন ১০০ মিটার দৌড়ে হার্দিক পাণ্ড্যকে সহজেই পিছনে ফেলে দিলেন ধোনি। তাঁর সঙ্গে পাল্লা দিতে পারলেন না ১২ বছরের ছোট পাণ্ড্য।
A quick 100 metre dash between @msdhoni and @hardikpandya7. Any guesses on who won it in the end? #TeamIndia #INDvSL pic.twitter.com/HpboL6VFa6
— BCCI (@BCCI) December 13, 2017
রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা লড়াই করেন ধোনি। ২৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরে তাঁর জন্যই ভারত ১১২ রান করতে সক্ষম হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক করেন ৬৫ রান। সেই ম্যাচে তিনি ফের প্রমাণ করে দেন, দলে এখনও তিনি অপরিহার্য। HOW is Dhoni faster than Pandya at that age ???? https://t.co/J1nQ6uL6lZ
— Ishwar Venkatesh (@Ishwar_27) December 13, 2017
আজ মোহালিতে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলছে। খেলা শুরু হওয়ার আগে ক্রিকেটাররা যখন ওয়ার্ম-আপ করছিলেন, তখন স্ট্রেচিংয়ের পর ধোনি ও পাণ্ড্য ১০০ মিটার দৌড় শুরু করেন। দু’জনেই হাল্কা মেজাজে দৌড় শুরু করেন। পাণ্ড্যই ধোনির দিকে তাকিয়ে ইঙ্গিত করেন, প্রতিযোগিতার মেজাজে দৌড়তে হবে। এরপরেই ধোনি গতি বাড়ান। পাণ্ড্য তাঁর সঙ্গে পাল্লা দিতে পারেননি। হেরে যাওয়ার পর হেসে ফেলেন পাণ্ড্য। 24 years old Hardik Pandya unable to beat 36 years MS Dhoni ! https://t.co/5iALgUExVj
— Cricketopia (@CricketopiaCom) December 13, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















