এক্সপ্লোর
দেখুন, এই কারণেই ধোনিকে বলা হয় ‘ছয় মারার মেশিন’

রাঁচি: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খুব ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে তারই মধ্যে তিনি ছক্কা মারার দক্ষতার পরিচয় দিয়েছেন। শুধু তা-ই নয়, রোহিত শর্মাকে টপকে একদিনের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়ে ফেলেছেন ধোনি। রোহিত একদিনের আন্তর্জাতিকে এখনও পর্যন্ত ২১৬টি ছক্কা মেরেছেন। ধোনির ছক্কার সংখ্যা এখন ২১৭।
That MSD six which got Ranchi at its feet https://t.co/2NCBXUjNUo #BCCI
— Aakash Biswas (@aami_aakash) March 9, 2019
গতকালের ম্যাচে প্রথমে অসামান্য দক্ষতায় গ্লেন ম্যাক্সওয়েলকে রান আউট করেন ধোনি। এরপর ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংসের ১৯-তম ওভারের চতুর্থ বলে নাথান লিওনকে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দেন ধোনি। তাঁর মারা ছক্কাটি গ্যালারিতে গিয়ে পড়ে। এই শট দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাঁচির ক্রিকেটপ্রেমীরা। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















