এক্সপ্লোর
Advertisement
দেখুন: অমিত মিশ্রর এক ওভারে পাঁচটি ছয় নিখিল নায়কের
নয়াদিল্লি:সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ এ সুপার লিগে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে নজর কাড়ল মহারাষ্ট্রের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিখিল নায়কের অপরাজিত ৯৫ রানের ইনিংস। তাঁর ৫৮ বলের ইনিংসে ভর করে মহারাষ্ট্র বিপক্ষের সামনে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য রাখে। কিন্তু রেলওয়েজ ওই লক্ষ্যে পৌঁছতে পারেনি। ২১ রানে জিতে মহারাষ্ট্র ফাইনালে পৌঁছে যায়। পেসার অমিত মিশ্রর একটি ওভারে পাঁচটি ছয় মারেন নিখিল নায়ক।
শেষ ওভারে নিখিলের ওই বিধ্বংসী ব্যাটিং ম্যাচ মহারাষ্ট্রের অনুকূলে এনে দেয়।
ফুলটস দিয়ে ওভারের শুরু করেন অমিত মিশ্র। ব্যাটসম্যান ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চল দিয়ে তা মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরের বল লং অফের ওপর দিয়ে উড়ে যায়। পরের বলেও ওই এলাকা দিয়েই ওভার বাউন্ডারি হয়। চতুর্থ বলে কোনও শট মারতে পারেননি নিখিল। পঞ্চম বল ডিপ মিড উইকেট নিয়ে মাঠের বাইরে পাঠান ব্যাটসম্যান। ওভারের শেষ বলটা অফ স্ট্যাম্পের বাইরে করার চেষ্টা করেন বোলার। কিন্তু ওই বল নিখিল ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মারেন।
— Mushfiqur Fan (@NaaginDance) March 12, 2019ইনিংসে নিখিল ৮ টি ছয় ও চারটি চার মারেন। এই টুর্নামেন্টের পর নিখিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement