এক্সপ্লোর
Advertisement
প্রথম দু-তিনটে দিন খুবই কষ্ট পেয়েছি, জানতাম, এত ঘুরেছি, করোনা সংক্রমণ হতে পারে, ফেসবুকে ভিডিও আফ্রিদির
একইসঙ্গে তিনি জানিয়েছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারছেন না, ওদের মিস করছেন। বলেছেন, বাচ্চাদের দেখাশোনা করতে, ওদের জড়িয়ে ধরতে পারছি না-এটাই সবচেয়ে কষ্টের। ওদের সঙ্গ পাচ্ছি না। কিন্তু আগাম সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখাটাও জরুরি।
ইসলামাবাদ: ফেসবুকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত হেলথ আপডেট দিলেন নোভেল করোনাভাইরাস পজিটিভ শাহিদ আফ্রিদি। এক সপ্তাহ আগে করোনা টেস্ট পজিটিভ ধরা পড়ে তাঁর। তারপর থেকে তিনি কেমন আছেন, তা নিয়ে জল্পনার মধ্যেই খবর ছড়ায়, প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু ফেসবুকে ভিডিও পোস্ট করে অবস্থা খারাপ হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে স্বীকার করেছেন, প্রথম কয়েকটা দিন খুবই কাহিল হয়ে পড়েছিলেন।
প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, সোস্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে আমার শরীর-স্বাস্থ্য নিয়ে অনেক খবর ঘুরছে বলে শুনছি। তাই এই ভিডিও করলাম। প্রথম ২-৩টা দিন সত্যিই প্রবল কষ্ট হয়েছে,তবে গত কয়েকদিনে অবস্থার উন্নতি হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগের সঙ্গে না লড়লে তাকে হারানো যায় না। কয়েকটা দিন আমার পক্ষে কঠিন ছিল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারছেন না, ওদের মিস করছেন। বলেছেন, বাচ্চাদের দেখাশোনা করতে, ওদের জড়িয়ে ধরতে পারছি না-এটাই সবচেয়ে কষ্টের। ওদের সঙ্গ পাচ্ছি না। কিন্তু আগাম সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখাটাও জরুরি।
https://www.facebook.com/IslamicBayans1/videos/264997361378799/
তিনি নিজের সেবামূলক সংস্থার কাজে অনেক ঘোরাঘুরি করছিলেন বলে তাঁর যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে, তা তিনি জানতেন বলে লিখেছেন আফ্রিদি। তিনি বলেছেন, চ্য়ারিটিমূলক কাজকর্মে প্রচুর ঘুরেছি, তাই কোভিড-১৯ সংক্রমণ হতে পারে, জানতাম। ভাগ্য ভাল, অনেক পরে হল নয়তো প্রচুর লোককে সাহায্য করতে পারতাম না হয়তো।
ভক্তদের উদ্দেশ্যে আফ্রিদি আরও লিখেছেন, মঙ্গল কামনা, প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পাকিস্তানে, তার বাইরেও এত লোক আমার জন্য প্রার্থনা করেছেন, এটা জেনে খুব ভাল লেগেছে। আপনাদের সমর্থন পেয়েছি। ধন্যবাদ।
আফ্রিদিই একমাত্র নন, তাঁর আগে পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা ঘোষণা করেন। দিনকয়েক আগে সেরে ওঠার কথাও জানান তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement