এক্সপ্লোর
Advertisement
দেখুন: চাহলের ব্যাটিং দেখে অনুপ্রাণিত, মজার ছলে বললেন স্মৃতি মন্ধানা
নয়াদিল্লি: গতকাল বুধবার ওয়েলিংটনে স্মৃতি মন্ধানার রেকর্ড হাফসেঞ্চুরির পর ব্যাটিং বিপর্যয়ের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। ১৬০ রান তাড়া করতে নেমে স্মৃতি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতের জয়ের আশা অত্যন্ত উজ্জ্বল ছিল। কিন্তু ৩৪ বলে ৫৮ রান করে তিনি আউট হতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত এবং ১৩৬ রানে অল আউট হয়ে যায়। ম্যাচ ভারত ২৩ রানে হারে।
ম্যাচের পর স্মৃতি মন্ধানা প্রথমবার চাহল টিভিতে আসেন। ভারতের পুরুষদের দলের স্পিনার যজুবেন্দ্র চাহল এই চাহল টিভির সঞ্চালক। আর স্মৃতি মন্ধানার সঙ্গে আলাপচারিতার শুরুতেই চাহল মজাদার প্রশ্ন করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ভারত হেরে গিয়েছিল। ওই ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান আসে চাহলের ব্যাট থেকে। ওই প্রসঙ্গ উল্লেখ করে চাহল রসিকতার ছলে প্রশ্ন করেন, স্মৃতি মন্ধানা কি তাঁর ওই ব্যাটিং দেখে অনুপ্রাণিত হয়েছেন।
ওই প্রশ্ন শুনে হেসে ফেলেন ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার। মজার ছলেই জবাবে বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাহলের ব্যাটিং দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ। চতুর্থ ম্যাচে তোমার ব্যাটিং দেখে আমি প্রচুর অনুপ্রেরণা পেয়েছি। আমার তখন মনে হয়েছিল যে, নিজের খেলার উন্নতি ঘটাতে হবে। ব্যাটিংয়ের সময় তোমার ব্যাটিং আমার কাছে অনুপ্রেরণার।
বারবার দলের মিডল অর্ডার ভেঙে পড়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন স্মৃতি মন্ধানা। মজার ছলেই তিনি বলেছেন, মনে হচ্ছে, আমাকে ২০ ওভার পর্যন্তই ব্যাট করতে হবে।World No 1 batter makes her debut on Chahal TV@mandhana_smriti has been taking her batting inspiration from this leg spinner 😂😂. Find out who it is in this fun segment of @yuzi_chahal TV - by @RajalArora Full video 📽️📽️https://t.co/ND9xz7OUgR #ChahalTV pic.twitter.com/fLHBysiltm
— BCCI (@BCCI) February 7, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement