এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, ভারতীয় দল সিরিজ জেতার পর মাঠেই বিরাটকে আলিঙ্গন করলেন অনুষ্কা

ব্রিস্টল: গতকাল তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে টি-২০ সিরিজ জিতেছে ভারত। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর সঙ্গে বসে খেলা দেখছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা, আশিস নেহরার স্ত্রী রুশমা এবং শিখর ধবনের মেয়ে আলিয়া ও রিয়া। খেলা শেষ হওয়ার পর মাঠে নেমে বিরাটকে আলিঙ্গন করেন অনুষ্কা।
বিরাট-অনুষ্কার আলিঙ্গনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন @AnushkaSharma & @imVkohli after the series win at The Bristol Pavilion ♥️🇮🇳 #Virushka #ENGvIND pic.twitter.com/TpHSFYxIq8
— Anushka Sharma News (@AnushkaNews) July 8, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















