এক্সপ্লোর
বাচ্চাদের সঙ্গে ‘গলি ক্রিকেটে’ মাতলেন কোহলি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে সম্পূর্ণ হাল্কা মেজাজে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। বাচ্চাদের সঙ্গে জমিয়ে উপভোগ করলেন গলি ক্রিকেটের আনন্দ।
![বাচ্চাদের সঙ্গে ‘গলি ক্রিকেটে’ মাতলেন কোহলি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় WATCH- Virat Kohli Plays Gully Cricket With Kids Ahead Of 1st Test Vs Bangladesh বাচ্চাদের সঙ্গে ‘গলি ক্রিকেটে’ মাতলেন কোহলি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/12214715/virat-kohli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইন্দোর: আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে সম্পূর্ণ হাল্কা মেজাজে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। বাচ্চাদের সঙ্গে জমিয়ে উপভোগ করলেন গলি ক্রিকেটের আনন্দ। আর তাঁর এই গলি ক্রিকেট খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ইন্দোরের একটি আবাসন চত্বরে একদল শিশুর সঙ্গে খেলায় মাতলেন তিনি। তখন তাঁকে দেখে কে বলবে যে তিনি বর্তমানে বিশ্বক্রিকেটের দোর্দন্ডপ্রতাপ ব্যাটসম্যান! ফুরফুরে মেজাজে শিশুদের সঙ্গে মিশে গেলেন তিনি।
প্রথমে কোহলি একটি শিশুকে বল করতে দেখা যায়। এই শিশুর শট কোহলির পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর ব্যাট হাতে তুলে নেন ভারতের রান মেশিন। জিনস ও ক্যাজুয়াল শার্টে কোহলিকে বড় শটও খেলতে দেখা যায়।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। ইন্দোরে হবে এই ম্যাচ।এরপর ২২ নভেম্বর থেকে ইডেনে গোলাপি বলে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। ইন্দোরে প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেটাররা আলোয় খেলার অনুশীলন সেরে নিচ্ছেন। সন্ধের সময় অনুশীলন করতে দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছিল। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে খেলেননি কোহলি। বিশ্রাম নিয়েছিলেন। ওই সময়টা স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাতে ভুটানে গিয়েছিলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)