এক্সপ্লোর
Advertisement
দেখুন, কোহলিকে 'হাড় কিপ্টে' বললেন যুবরাজ
নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি না কি কৃপণ। সতীর্থদের সঙ্গে বাইরে কোথাও খেতে গেলে কোনও সময়ই তিনি টাকা দিতে চান না। আশিস নেহরাও কিছুটা কোহলির মতো। তবে তিনি মাঝেমধ্যে বিল মেটান। কিন্তু কোহলিকে জোর না করলে তাঁর পকেট খসানো যায় না। দুই সতীর্থ সম্পর্কে এমনই মজার কথা বললেন যুবরাজ সিংহ।
একটি জনপ্রিয় বেসরকারি রেডিও চ্যানেলের অনুষ্ঠানে নিজের কেরিয়ার এবং সতীর্থদের সম্পর্কে নানা আকর্ষণীয় মন্তব্য করেছেন যুবরাজ। সতীর্থদের কৃপণ মানসিকতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন কৃপণ আছে। বিশেষ করে কয়েকজন সিনিয়র তো বেশ কৃপণ। বিষয়টা সংবেদনশীল হওয়ায় তাদের নাম আমি বলতে পারব না। কীভাবে তাদের কৃপণতার কথা বলব বুঝতে পারছি না। আমাদের পঞ্জাবি সংস্কৃতিতে সবাই একসঙ্গে খেতে গেলে কেউ আলাদা করে বিল মেটায় না। যে কোনও একজন সবার টাকা দিয়ে দেয়। আর এক্ষেত্রে আমাকেই সবসময় টাকা দিতে হয়। কোহলি কখনও টাকা দিতে চায় না। ওকে জোর করতে হয়।’
নেহরা প্রসঙ্গে যুবরাজের বক্তব্য, ‘আশিস নেহরা সাধারণত উদার মনের। কিন্তু মাঝেমাঝে ও কৃপণ হয়ে যায়। বিয়ের পর ও বলত, বুঝতেই পারছিস, স্ত্রী-সন্তানদের জন্য অনেক টাকা খরচ করতে হবে। তাই এখন বেশি টাকা খরচ করতে পারব না।’
কোহলি, নেহরাকে কৃপণ বললেও, যুবরাজ জানিয়ে দিতে ভোলেননি, এটা নেহাতই মজা। আসলে তাঁরা কৃপণ নন। একইসঙ্গে প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথকে উদার বলেছেন যুবরাজ।
দেখুন সেই অনুষ্ঠানের ভিডিও
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement