এক্সপ্লোর
Advertisement
ভারতের পায়ে ধরব না, তবে সিরিজের চেষ্টা চালিয়ে যাব, বললেন পিসিবি চেয়ারম্যান
করাচি: দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতের হাতে-পায়ে ধরছে না পাকিস্তান। কিন্তু এই সিরিজ যাতে হয়, তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান। অতীতে দু দেশের মধ্যে ৬টি সিরিজ হওয়ার সমঝোতা হয়েছিল। সেই চুক্তিকে যাতে সম্মান জানায় বিসিসিআই, তার জন্য যাবতীয় উদ্যোগ নেবে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান ভারত-পাক সিরিজ নিয়ে তাঁদের এই মনোভাবের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজের মউ স্বাক্ষর করেছিল বিসিসিআই। কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে। সেই চুক্তি যাতে মানা হয়, তার জন্য চেষ্টা করার অধিকার আমাদের আছে। ২০০৭ সালে শেষবার ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ হয়েছিল। তাই পাকিস্তানে দুটি হোম সিরিজ হওয়া উচিত। কারণ, ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি সিরিজ হওয়ার কথা ছিল।’
২০১৪ সালে আইসিসি বৈঠকে ভারত-পাক সিরিজের মউ স্বাক্ষর হয়েছিল। কিন্তু সীমান্ত উত্তেজনার জন্য পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হচ্ছে না বিসিসিআই। ফলে পিসিবি-র বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। চুক্তি থাকা সত্ত্বেও সিরিজ না হওয়ার পরিপ্রেক্ষিতে বিসিসিআই-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন শাহরিয়র। তিনি আরও বলেছেন, ১৭ ডিসেম্বর কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও ভারত-পাক সিরিজের বিষয়ে সরব হবে পিসিবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement