এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতকে রাজি করানোর ক্ষমতা আইসিসি-র নেই, বললেন আক্রম
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দাবি বারেবারেই তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। কিন্তু দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাক সিরিজের সম্ভাবনা কার্যত বিশ বাঁও জলে। এই অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সিরিজ খেলতে রাজি করতে না পারায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে একহাত নিলেন প্রাক্তন পাক বোলার ওয়াসিম আক্রম।
বাঁহাতি এই বোলার কার্যত আইসিসি-কে নখদন্তহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বিসিসিআই-কে রাজি করানোর ক্ষমতা আইসিসি-র নেই।
ভারত-পাক সিরিজের পক্ষে সওয়াল করে আক্রম বলেছেন, রাজনীতি ও খেলাকে আলাদা রাখা উচিত। মানুষে মানুষে সংযোগ খুবই জরুরি।
খুব শীঘ্রই শুরু হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ। প্রাক্তন সুইং সুলতান বলেছেন, ভারত-পাক সিরিজ হলে তার দর্শকসংখ্যা আরও অনেক বেশি হত। তিনি বলেছেন, অ্যাসেজ দেখে কয়েক লক্ষ দর্শক। আর ভারত-পাক ম্যাচ দেখে একশশ কোটি দর্শক। কিন্তু ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে না খেলতে চায়, তাহলে আমরা তাদের বাধ্য করতে পারি না।
ভারত ও পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন আক্রম।
উল্লেখ্য, বিসিসিআই ও পিসিবি-র মধ্যে স্বাক্ষরিত মউ অনুসারে দুটি দলের ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের সম্পর্কের উত্তেজনার কারণে ওই চুক্তি বাস্তবায়িত হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement