এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখলাম, বলছেন ভারতের তরুণ ফুটবলাররা
নয়াদিল্লি: প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে একটা ম্যাচেও জয় আসেনি। গ্রুপ লিগের তিনটি ম্যাচেই হারতে হয়েছে। একটিমাত্র গোল করেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে তরুণ ফুটবলাররা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পেরে খুশি। তাঁরা অনেক কিছু শিখতে পারলেন বলেই মনে করছেন।
ভারতের অধিনায়ক অমরজিৎ সিংহ বলেছেন, ‘আমাদের অভিজ্ঞতা খুব ভাল। আমরা বিশ্বের প্রথমসারির দুই দেশের বিরুদ্ধে খেললাম। ঘানা দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। টিম মিটিংয়ে আমরা সবাই বলেছিলাম, ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ দেব। আমরা জেতার জন্যই খেলতে নেমেছিলাম। আমাদের সঙ্গে বিপুল জনসমর্থন ছিল। সমর্থকদের জন্যই ভাল খেলতে চেয়েছিলাম। কিন্তু অভিজ্ঞতার অভাবেই জয় পেলাম না। আমরা ১০ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেছি। কিন্তু বিপক্ষ দলের ফুটবলাররা ৫-৬ বছর বয়স থেকে খেলছে। এটাই অনেকটা পার্থক্য গড়ে দিয়েছে। এখন এআইএফএফ এই বিষয়টার উপর জোর দিচ্ছে। অনেক পরিকল্পনা করা হচ্ছে। আমার মনে হয় ভবিষ্যতে ভারত সাফল্য পাবে।’
ঘানার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে না পারার বিষয়ে অমরজিৎ বলেছেন, ‘পরপর দু’টি বড় দলের বিরুদ্ধে ম্যাচ খেলার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। কয়েকজন ফুটবলারের পেশিতে টান ধরেছিল। সেই কারণেই ঘানার বিরুদ্ধে ম্যাচের শেষদিকে আর পারছিলাম না।’
এই বিশ্বকাপে ভারতের একমাত্র গোলদাতা জিকসন সিংহ বলেছেন, ‘এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ভবিষ্যতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। ঘানার ফুটবলারদের গতি ও শক্তি অনেক বেশি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement