Sashtri On T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ব্যর্থ হয়েছিল ভারত? কী ব্যাখা দিলেন শাস্ত্রী?
Sashtri On T20 World Cup: টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে। সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি টিম ইন্ডিয়া।

মুম্বই: চলতি বছরে টেস্ট ফর্ম্যাটে ভারতের সাফল্য যতটা উজ্জ্বল, সেরকমই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কাহিনিও। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে। সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টের পরই কুড়ির ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। কোচের পদে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। কিন্তু কেন ব্যর্থ হতে হয়েছিল সেই টুর্নামেন্টে ভারতকে? এতদিন পরে মুখ সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ''টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। সেদিন ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছিল।কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের রীতিমত হতাশ, দুর্বল মনে হচ্ছিল। খেলার মধ্যেও সেই জিনিসটা দেখা গিয়েছে। আমাদের ভীতু মনে হচ্ছিল। যদি লড়াই করে হারতে হয় তবে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু এদিন আমরা যেভাবে হেরেছিলাম তা সত্যিই হতাশ হওয়ার মতোই। খেলার আগেই যদি মানসিকভাবে হেরে যান আপনি তবে আর কিছু করার থাকে না।''
উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন শাস্ত্রী। ২০১৯ সালে ফের এবার পুননির্বাচত হন। কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয়ে যায় শাস্ত্রীর। এরপর আর আবেদন করেননি তিনি কোচের পদের জন্য। তাঁর কোচিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২ বার টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বিরাটের টিম।
কিছুদিন আগেই শাস্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছি। কোচ মেয়াদ শেষ হওয়ার পর রবি শাস্ত্রী (ravi shastri) কী করছেন, তা জানার আগ্রহ ছিল সবার। কিন্তু এবার একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল বিরাট (Virat kohli), রোহিতদের প্রাক্তন কোচকে। ব্যাট-বল- ২২ গজ ছেড়ে একেবারে হেঁশেলে ঢুকে পড়লেন রবি শাস্ত্রী (ravi shastri)। রান্নাও করলেন একেবারে পাকা রাঁধুনির মত। নিজেই চেখেও দেখলেন তা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
