Virat Kolhi: খারাপ সময় সবার আসে, বিরাটের সমর্থনে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার
Virat Kolhi: তিনি এক সাক্ষাৎকারে জানান যে, খারাপ সময় যে কোনও ক্রিকেটারেরই আসে। তবে তিনি আশাবাদী যে বিরাট ফের আগের মতোই ধারাবাহিক ফর্মে ফিরবেন।
মুম্বই: অফফর্মে থাকা বিরাট কোহলির সমর্থনে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। তিনি এক সাক্ষাৎকারে জানান যে, খারাপ সময় যে কোনও ক্রিকেটারেরই আসে। তবে তিনি আশাবাদী যে বিরাট ফের আগের মতোই ধারাবাহিক ফর্মে ফিরবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও রান আসেনি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভাল শুরু করেও ফিরে যেত হয়েছে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ভাল রান পাবেন বিরাট ?
এক সাক্ষাৎকারে জাফর বলেন, ''আমি নিশ্চিত যে বিরাট প্রচুর পরিশ্রম করছে। যেভাবে এতগুলো বছর ধরে ও খেলে এসেছে। অনুশীলন করে এসেছে। তবে প্রত্যেক ক্রিকেটারের জীবনে একটা না একটা খারাপ সময় আসে। সেই সময়টা কাটিয়ে উঠতে হয়।''
জাফর আরও বলেন, ''আমার মনে হয় বিরাটের একটু ধৈর্য্যশীল ইনিংস খেলার উচিত। একটা-দুটো এমন ইনিংস খেললেই ফের একবার নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে বিরাট। আগের মতো মেজাজে, আগের মতো ধারাবাহিক বিরাটকে পাওয়া যাবে ফের ওকে।''
এদিকে, কেরিয়ারের দীর্ঘ সময়ে তাঁর ও সচিন তেন্ডুলকরের মধ্যে কে বড় ক্রিকেটার তা নিয়ে বিভিন্ন আলোচনা, সমালোচনা উঠে এসেছে। বিরাট কোহলির ধারাবাহিকতা, তাঁর তিন ফর্ম্যাটেই অসংখ্য রান ২ প্রজন্মের ক্রিকেটারের মধ্যে তুলনার জায়গা তৈরি করে দিয়েছে। বিরাট নিজে এই বিষয়টি না মানলেও তাঁর সমর্থকরাই তাঁকে কখনও কখনও সচিন তেন্ডুলকরের থেকেও উঁচু আসনে বসিয়ে দিয়েছেন। এই নিয়ে কোনওদিনই কােনও মন্তব্য করতে রাজি হননি সচিন তেন্ডুলকর। কিন্তু এবার তিনি মুখ খুললেন।
বিরাট এর আগে বারবার বলেছিলেন যে সচিনকে দেখেই তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন। কিন্তু যখনই প্রাক্তন ভারত অধিনায়ক সচিনের কোনও রেকর্ড ভেঙে দেন, তখনই তুলনা চলে আসে কে সেরা। সচিন এই প্রসঙ্গে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ''আমি আর বিরাট একই দলে দীর্ঘ সময় খেলিনি। কিন্তু কেমন হত যদি এই ভারতীয় দলে আমি ও বিরাট একসঙ্গে থাকতাম।'' কে সেরা? এই প্রশ্নটা যেন সযত্নে এড়িয়ে গেলেন মাস্টার ব্লাস্টার।