Table Tennis: রাজ্য টেবিল টেনিসে জোড়া মুকুট অঙ্কুরের, ৪ বছর পর ফিরে চ্যাম্পিয়ন মৌমিতা
West Bengal State TT Tournament: উত্তর কলকাতা টেবিল টেনিস সংস্থার আয়োজনে বড়বাজার যুবক সংঘে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
কলকাতা: রাজ্য টেবিল টেনিসে (West Bengal State TT Tournament) নতুন চ্যাম্পিয়ন। পুরুষ ও মহিলা বিভাগে খেতাব জিতলেন যথাক্রমে অঙ্কুর ভট্টাচার্য এবং মৌমিতা দত্ত।
উত্তর কলকাতা টেবিল টেনিস সংস্থার আয়োজনে বড়বাজার যুবক সংঘে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রয়াত দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলালের স্মৃতিতে এবারের রাজ্য প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রায় ১৭০০ খেলোয়াড় এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।
সেখানে অনির্বাণ ঘোষকে পিছনে ফেলে প্রথমবার সিনিয়র পর্যায়ে রাজ্য খেতাব জিতলেন অঙ্কুর ভট্টাচার্য। জ্বর নিয়ে খেলতে নেমে দুটো গেমের পরে অনির্বাণ আর খেলা চালিয়ে যেতে পারেননি। তিনি অসুস্থ বোধ করেন এবং ম্যাচ ছেড়ে দেন। এ বছর রাজ্য টিটিতে দ্বিমুকুট অঙ্কুরের। হাওড়াকে দলগতভাবে সাফল্য উপহার দেওয়ার পরে অনূর্ধ্ব ১৯ ও পুরুষ বিভাগের খেতাবও জিতলেন অঙ্কুর। জাতীয় এবং আর্ন্তজাতিক প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পাচ্ছেন। এবার রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার সিনিয়র বিভাগের খেতাব জিতলেন।
বাবা অংশুমান ভট্টাচার্য টেবিল টেনিস খেলতেন। অঙ্কুর স্বপ্ন দেখাচ্ছেন বাংলাকে। বলছিলেন, 'সর্বভারতীয় পর্যায়ে এরপর যে টুর্নামেন্টগুলো আছে, সবগুলিতেই খেলব। আমার পাখির চোখ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই নিয়মিত।' ইতালিতে খেলতে যাওয়ার কথা থাকলেও ভিসা সমস্যায় যেতে পারেননি। সেই আক্ষেপ যেন দ্বিমুকুট জিতে মেটালেন অঙ্কুর।
রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে বয়স ভিত্তিক প্রতিযোগিতার সব ক'টি বিভাগে আগে চ্যাম্পিয়ন হয়েছিলেন মৌমিতা দত্ত। সিনিয়র পর্যায়ের রাজ্য খেতাবই শুধু তাঁর অধরা ছিল। চার বছর পরে রাজ্য টিটিতে অংশ নিয়ে সেই আক্ষেপ মেটালেন মৌমিতা। ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমির আলোলিকা সেনকে ৪-০ ব্যবধানে পরাজিত করেন মৌমিতা। তাঁর কথায়, 'চারবছর আগে খেলেছিলাম। এবার প্রায় বিনা প্রস্তুতিতে নেমেছিলাম। চ্যাম্পিয়ন হব ভাবিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই খুশি। পরাজিত হলেও আলোলিকা ভালো খেলেছে।'
অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিভাগে খেতাব উত্তর ২৪ পরগনার দিৎসা রায়ের। তিনি ফাইনালে পূর্ব কলকাতার আরুষি নন্দীকে ৪-০ গেমে পরাজিত করেন। অনূর্ধ্ব ১৭ বালকদের চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতার পুনিত বিশ্বাস। ফাইনালে হাওড়ার প্রত্যুষ মণ্ডলকে ৩-১ গেমে পরাজিত করে পুনিত। এই বিভাগের মেয়েদের মধ্যে খেতাব অভিষা কর্মকারের। দক্ষিণ ২৪ পরগনার অভিষা ৩-১ গেমে উত্তর ২৪ পরগনার শুভাঙ্কৃতা দত্তকে পরাজিত করেন। সদ্য চোট সারিয়ে কোর্টে ফিরে শুভাঙ্কৃতা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন রাজ্য চ্যাম্পিয়নশিপে।
অনূর্ধ্ব ১৫ ছেলে এবং মেয়েদের বিভাগে খেতাব শ্রেষ্ঠ চক্রবর্তী ও আরোহী রায়ের। উত্তর চব্বিশ পরগনার শ্রেষ্ঠ এবং আরোহী ফাইনালে পরাজিত করেছে হুগলির ঈশান কুমার রাই ও উত্তর কলকাতার প্রজ্ঞানস্বা পাত্রকে।
অনুর্ধ ১৩ বালক বিভাগে খেতাব উত্তর কলকাতার সৌসূর্য্য বন্দ্যোপাধ্যায়ের। ৩-২ গেমে হেরে রানার্স ঈশান চট্টোপাধ্যায়। এই বিভাগে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতার সাতুর্যা বন্দ্যোপাধ্যায়। সে ৩-১ গেমে পূর্ব কলকাতার সারিকা শাহিদকে পরাজিত করে।
অনূর্ধ্ব ১১ বিভাগে বালকদের মধ্যে চ্যাম্পিয়ন আরিভ দত্ত। রানার্স শুভম অধিকারী। উত্তর ২৪ পরগনার দুই প্যাডলারের ম্যাচের ফল ৩-০। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন উত্তর কলকাতার অক্ষ্মিতা মাহাতো। শিলিগুড়ির রিপর্না সাহাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে অক্ষ্মিতা।
চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বিএসটিটিএ প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও বর্তমানে ভারতীয় জাতীয় দলের মেয়েদের কোচ সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুন: বাবা কিংবদন্তি ব্যাটার, বল হাতে নজর কাড়লেন ছেলে, কেরিয়ারে প্রথম ৫ উইকেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।