IND vs WI: তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ, এখনও ভারত এগিয়ে ২০৯ রানে
IND vs WI, 2nd Test: প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টেও এখনও পর্যন্ত এগিয়ে রোহিত শর্মার দলই।
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২২৯ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলে নিয়েছিল। সেই রান তাড়া করতে নেমে এখনও ২০৯ রান পিছিয়ে রয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের দল। ভারতীয় বোলারদের মধ্যে ২ টো উইকেট রবীন্দ্র জাডেজা। ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার, জয়দেব উনাদকাট। প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টেও এখনও পর্যন্ত এগিয়ে রোহিত শর্মার দলই।
দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৬ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ছিলেন ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি। এদিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন মুকেশ। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। আর অভিষেক ম্যাচে তাঁর প্রথম শিকার হলেন ক্রিক ম্যাকেঞ্জি। ব্যক্তিগত ৩২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি। অর্ধশতরান পূরণ করেন ক্রেইগ ব্রেথওয়েট। ছন্দে ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৭৫ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়ে যান তিনি। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। জারমেইন ব্ল্যাকউড ২০ রানের মাথায় আউট হন জাডেজার বলে। স্লিপে দুরন্ত ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। এলিক আথানাজে দিনের শেষে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১১ রানে অপরাজিত রয়েছেন জেসন হোল্ডার।
কোহলির ভক্ত ক্যারিবিয়ান উইকেট কিপারের মা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট মানেই আবেগ ! তবে, এই টেস্টটা আরও স্পেশাল। কারণ, ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই, ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা তীব্র। কেরিয়ারের বিশেষ এই সন্ধিক্ষণে আবার শতরান করে সাফল্যের চূড়ায় কোহলি। তাঁর ১২১ রানের ইনিংসে ভর করে ম্যাচের রাশ ধরে রেখেছে ভারত। এই আবহে সোশাল মিডিয়ায় ম্যাচ চলাকালীন একটি বিশেষ মুহূর্তের কথোপকথন ভাইরাল। স্টাম্পের মাইকে কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জোশুয়া দা সিলভার গলা শোনা গেছে। কিন্তু, কী নিয়ে কথা হয় তাঁদের ?
স্টাম্পের একটি মাইকের কথোকপথনে শোনা যাচ্ছে, জোশুয়া কোহলিকে বলছেন, তাঁর মা কোহলির খুব বড় ভক্ত। শুধুমাত্র তাঁর খেলা দেখার জন্যই আসছেন। জোশুয়া বলেন, 'মা আমাকে ফোন করেছিল। বলল, কোহলির খেলা দেখার জন্যই শুধু আসছে। বিশ্বাসই করতে পারছিলাম না।'