এক্সপ্লোর
দেখুন, গাওস্করের কোন মন্তব্যের সঙ্গে একমত নন বিরাট

বেঙ্গালুরু: ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে বিশাল শংসাপত্র দিলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, বিরাট ভারতের অন্যতম সেরা অধিনায়ক হতে চলেছেন। এই প্রশংসায় খুশি ভারতের বর্তমান অধিনায়ক। তবে তিনি নিজেকে এখনই দেশের অন্যতম সেরা অধিনায়ক বলে মানতে নারাজ। তাঁর বক্তব্য, এখনও অনেকদূর যেতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচে জয় পাওয়ার পর গতকাল চতুর্থ ম্যাচে ২১ রানে হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর বিরাট স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তাঁদের চেয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই ভারত হেরে গিয়েছে। বোলারদের দোষ দেওয়া যাবে না। গতকাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেটে ৩১৩ রান করে ভারত। গতকালই এই সিরিজে প্রথমবার খেলতে নামা দুই পেসার উমেশ যাদব ও মহম্মদ শামি খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে তাঁদের পাশে দাঁড়িয়ে বিরাট বলেছেন, এই দুই পেসার ভাল বল করেছেন। স্পিনারদের কোনও একটা দিন খারাপ যেতেই পারে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মতো বোলিংও ভাল হয়েছে। ঠিক সময়ে উইকেট নিয়ে ভারতকে কোনও পার্টনারশিপ গড়ে তুলতে দেননি অস্ট্রেলিয়ার বোলাররা। সেই কারণেই হেরে গিয়েছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















