T20 WC 2021: বিশ্বকাপের মঞ্চেই বর্ণবৈষম্যের প্রতিবাদ ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের
T20 WC 2021: গতকাল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বর্ণবৈষম্যের প্রতিবাদ করলেন ২ দলের ক্রিকেটাররা। হাঁটু গেড়ে বসে মৌন প্রতিবাদে সামিল হলেন মর্গ্যান-পোলার্ডরা।
দুবাই: খেলার মাঠ থেকে বর্ণবৈষম্যের প্রতিবাদের ছবি এর আগেও দেখা গিয়েছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সেই ছবি ধরা পড়ল। গতকাল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বর্ণবৈষম্যের প্রতিবাদ করলেন ২ দলের ক্রিকেটাররা। হাঁটু গেড়ে বসে মৌন প্রতিবাদে সামিল হলেন মর্গ্যান-পোলার্ডরা। ম্যাচে নামার আগেই অইন মর্গ্যান বলেছিলেন যে, 'আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে বর্ণবৈষম্যের প্রতিবাদে সামিল হব সবাই। হাঁটু গেড়ে সবাই বসে এই প্রতিবাদ করব আমরাও। বিশ্বের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চাই আমরাও।'
এর আগে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। অভিযোগের তির ছিল কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্নের দিকে। ঘটনা কী? পূজারাকে ‘স্টিভ’ বলে ডাকা হয়েছে বলে অভিযোগ। ধারাভাষ্যকার শেন ওয়ার্ন বলেন, ইয়র্কশায়ারে চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না ইংরেজরা। তাই তাঁকে 'স্টিভ' বলে ডাকা হতো। ওঁর নাম উচ্চারণ করা মোটেই সহজ নয়। ওয়ার্নের এই বক্তব্যের পর বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। পূজারাকে আক্রমণের অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তাঁরা আক্রমণ করেছেন ওয়ার্নকে। কেউ কেউ বলেছেন, অসম্মানজনক মন্তব্য। উচ্চারণ কীভাবে করতে হয় শিখে আসুন।
এদিকে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হল। ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ৭০ বল বাকি থাকতে। একপেশেভাবে। মধুর প্রতিশোধ? এর চেয়ে ভাল বিশেষণ আর কী-ই বা হতে পারে? ২০১৬। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে অসাধ্য সাধন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কার্লোস ব্র্যাথওয়েটের দাপটে এক ওভারে ২০ রান তুলে ম্যাচ জিতেছিল। তার ৫ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে লজ্জার রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেলেন ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশের যেটা সর্বনিম্ন স্কোর। মাত্র ৮.২ ওভারে সেই রান তুলে দিল ইংল্যান্ড। মাত্র ৪ উইকেট হারিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সব মিলিয়ে অজি শিবিরে খুশির হাওয়া।