এক্সপ্লোর
সরফরাজের স্ত্রীকে ‘প্রিয় বৌদি’ বেছে নেওয়ায় বাবরের ওপর 'ক্ষুণ্ণ' সানিয়া, কী বললেন শোয়েব-ঘরণী?
অগাস্ট-সেপ্টেম্বরে বহুচর্চিত ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তার আগে শোয়েব মালিকের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডা মেরেছেন সীমিত ওভারের ক্রিকেটে পাক অধিনায়ক তথা টি-টোয়েন্টিতে দেশের সেরা বাবর আজম।
নয়াদিল্লি: জাতীয় দলের সতীর্থদের স্ত্রীদের মধ্যে তাঁর প্রিয় বৌদি কে? শোয়েব মালিকের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে সরফরাজ আমেদের স্ত্রী-কে বেছে নিলেন বাবর আজম। আর তাতেই চটলেন সানিয়া মির্জা। বললেন, ‘তোমাকে মেরে ফেলব’!
অগাস্ট-সেপ্টেম্বরে বহুচর্চিত ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তার আগে শোয়েব মালিকের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডা মেরেছেন সীমিত ওভারের ক্রিকেটে পাক অধিনায়ক তথা টি-টোয়েন্টিতে দেশের সেরা বাবর আজম। সেখানেই শোয়েব তাঁকে জিজ্ঞেস করেন, জাতীয় দলের সতীর্থদের স্ত্রীদের মধ্যে তাঁর প্রিয় বৌদি কে? কিছুক্ষণ ভেবে সরফরাজের স্ত্রীর কথা বলেন বাবর।
এই উত্তর শুনেই খুনসুটি শুরু করেন সানিয়া। যিনি সেই লাইভ চ্যাট ফলো করছিলেন। সানিয়া কমেন্ট করেন, ‘আমি তোমাকে মেরে ফেলব’। এখানেই থেমে না থেকে শোয়েব-ঘরণী লেখেন, ‘আমাদের ঘরে তোমাকে আর ঘুমোতে দেব না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
জেলার
Advertisement