Wimbledon 2021: কাল নামছেন ফাইনালে, বার্টি, প্লিসকোভার সামনে প্রথম উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি
উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে আগামীকাল মুখোমুখি অ্যাশলি বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। ২ জনের কেউই এখনও পর্যন্ত উইম্বলডন একবারের জন্যও জিততে পারেননি।
লন্ডন: মহিলাদের উইম্বলডনে এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা। ফাইনালে উঠেছেন অ্যাশলি বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। ২ জনের কেউই এখনও পর্যন্ত উইম্বলডন একবারের জন্যও জিততে পারেননি। অল ইংল্যান্ড ক্লাবে নিজেদের প্রথম খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে বার্টি ও প্লিসকোভা।
উইম্বলডনের সেমিফাইনালে ২ জনই কঠিন লড়াই করেছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই প্লিসকোভা শেষ চারের লড়াইয়ে হারিয়েছেন বেলারুশের প্রতিদ্বন্দ্বী আরয়ানা সাবালেনকাকে। খেলার ফল ছিল প্লিসকোভার পক্ষে ৫-৭, ৬-৪, ৬-৪।
অন্যদিকে বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি হারিয়ে দিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিকা কেরবারকে। খেলার ফল ছিল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৩)। বার্টি ও প্লিসকোভা দু’জনের কাউকেই আগে উইম্বলডনের ফাইনালে খেতাব জিততে দেখা যায়নি। তাই এবারই সুবর্ণ সুযোগ থাকছে খেতাব জয়ের।
শনিবারই উইম্বলডনের ফাইনালে নামবেন বার্টি ও প্লিসকোভা। তাঁর আগে প্লিসকোভা বলেন, ‘বার্টির দখলে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। এছাড়াও উইম্বলডনে প্রথমবারের জন্য নামছে ও ফাইনালে। আমি নিশ্চিত যে দুর্দান্ত ফাইনাল খেলা হবে আমাদের মধ্যে। আমাদের দুজনের জন্যই সুবর্ণ সুযোগ রয়েছে খেতাব জয়ের।’
২০১৯ সালে ফরাসি ওপেনে জিতেছিলেন অ্যাশলি। এবার উইম্বলডন জিতলে স্বপ্নের মত হবে তা বার্টির কাছে। বার্টি বলেন, ‘আমার কাছে উইম্বলডন একটা শেখার মঞ্চ। অনেক কিছু শিখতে পারি। ২০১৮, ২০১৯ সালে আমি ছিটকে গিয়েছিলাম। সেই কয়েকটি সপ্তাহ আমার জন্য ভীষণ কঠিন ছিল। এরপর থেকে আমি অনেক শিখেছি। কখনও কখনও খারাপ সময়ের মধ্যেও নিজের সেরাটা বেরিয়ে আসে। এই জন্যই এবারের উইম্বলডন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ বার্টি আরও বলেন, ‘ফরাসি ওপেনের পর আমার হাতে ২৩-২৪ দিনের সময় ছিল প্রথম রাউন্ডে নামার আগে। সেই সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম।’
বার্টির দখলে একটা গ্র্যান্ড স্ল্যাম থাকলেও, প্লিসকোভার দখলে নেই এখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম। তাই চেক প্রজাতন্ত্রের ২৯ বছরের টেনিস সুন্দরীর সামনেও সুযোগ থাকছে কেরিয়ারের প্রথম সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের।