Novak Djokovic: কার্ফু আর নাছোড় প্রতিপক্ষকে হারিয়ে ২ দিন লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে জকোভিচ
Wimbledon: কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে খেলবেন জকোভিচ।
লন্ডন: উইম্বলডনে (Wimbledon) নোভাক জকোভিচের (Novak Djokovic) জয়রথ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রেকর্ড গ্র্যান্ড স্ল্যামের মালিক। তবে চতুর্থ রাউন্ডে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করতে হল জোকোভিচকে। দু'দিন ধরে চলা ম্যাচে শেষ পর্যন্ত বেশ কসরত করেই জিততে হলে জোকারকে। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারাতে সার্বিয়ান তারকাকে বেশ বেগ পেতে হল। এক সেট হেরেও বসেন সার্বিয়ার মহাতারকা। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমে হুবার্টকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টায় ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ। পরের রাউন্ডে তিনি খেলবেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে।
উইম্বলডনের চতুর্থ রাউন্ডে হুবার্ট হুরকাজের মুখোমুখি হয়েছিলেন টুর্নামেন্ট ফেভারিট নোভাক জকোভিচ (Novak Djokovic)। বিশ্বের ১৭ নম্বর হুরকাজ ও দুই নম্বর জকোভিচের মধ্যে সেন্টার কোর্টে রুদ্ধশ্বাস লড়াই দেখছিলেন সমর্থকরা। ম্যাচ শুরু হয়েছিল রবিবার। তবে সেদিন ম্যাচ শেষ করা যায়নি। বাদ সাধল নিয়ম। সেই কারণেই দুই সেটের পরেই ম্যাচ স্থগিত করে দিতে বাধ্য হন উদ্যোক্তারা।
ম্যাচে ফেভারিট হিসাবে জকোভিচই কোর্টে নামেন। ম্যাচে শুরুতেই দুই সেটে এগিয়ে যান জকোভিচ। তবে জকোভিচকে দুই সেটেই টাইব্রেকারে জিততে হয়েছিল। সেয়ানে সেয়ানে টক্কর দেন হুরকাজও। পোল্যান্ড তারকার বিরুদ্ধে জকোভিচের দুই সেটে স্কোর ছিল ৭-৬ (৮), ৭-৬ (৮)। কিন্তু এই দুই সেটের পরেই স্থানীয় সময় রাত ১০.৩৫-এ ম্যাচ বন্ধ করে দিতে হয়। নিয়ম অনুযায়ী রাত ১১টার পরেই উইম্বলডনে কার্ফু লাগু হয়ে যায়। ওইটুকু সময়ে তৃতীয় সেট শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু কী কার্ফু এবং কেনই বা এটা লাগু হয়? ২০০৯ সালে সেন্টার কোর্টে ছাদ বসার পর থেকেই উইম্বলডনে কড়াভাবে এই নিয়ম পালন করা হয়। ১১টার পর আর খেলা হবে না, এই শর্তেই ছাদ গড়ার অনুমতি পেয়েছিল উইম্বলডন কর্তৃপক্ষ। ২০১৮ সালে এক বিবৃতিতে জানান হয়, ঘনবসতি এলাকায় আশেপাশের বাড়িগুলির কথা মাথায় রেখেই ১১টায় খেলা বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বেশি রাত হলে উপস্থিত দর্শকদের বাড়ি ফেরার যানবাহন পেতেও অসুবিধা হবে। তাই তাঁদেরও সুরক্ষাও এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ।
সোমবার তৃতীয় সেটে হেরে যান জকোভিচ। তবে সেই ধাক্কা সামলে নিয়েই চতুর্থ সেটে প্রত্যাবর্তন ঘটান জোকার। সেট ও ম্যাচ জিতে নেন। উইম্বলডনে এই নিয়ে টানা ৩২ ম্যাচ জিতলেন সাত বারের চ্যাম্পিয়ন জকোভিচ। ২০১৭ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকে এখানে কোনও ম্যাচ তিনি হারেননি।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন