WPL 2023: খেলতে পারবেন ৫ বিদেশি! ডব্লিউপিএলের সাত-সতেরো
BCCI: টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক ডব্লিউপিএলের সাত সতেরো।
মুম্বই: অপেক্ষার অবসান। রাত পোহালেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। যাকে বলা হচ্ছে ডব্লিউপিএল (WPL)। উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক ডব্লিউপিএলের সাত সতেরো।
টুর্নামেন্টের নাম
উইমেন্স প্রিমিয়ার লিগ। সংক্ষেপে ডব্লিউপিএল (BCCI)।
কবে আর কোথায় শুরু?
শনিবার, ৪ মার্চ টুর্নামেন্ট শুরু নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। পাঁচটি দলকে নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। মোট ২২টি ম্যাচ। ২৬ মার্চ ফাইনাল ব্রেবোর্ন স্টেডিয়ামে।
ম্যাচের কেন্দ্র
সব ম্যাচই হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও ব্রেবোর্ন স্টেডিয়ামে। পাঁচটি দল একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে। অর্থাৎ, প্রত্যেক দল খেলবে আটটি করে ম্যাচ। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে খেলবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ী খেলবে ফাইনালে।
কখন ম্যাচ?
বেশিরভাগ ম্যাচ সন্ধ্যা ৭.৩০-এ শুরু। তবে যেদিন দুটি করে ম্যাচ, সেদিন প্রথম ম্যাচটি খেলা হবে দুপুর ৩.৩০-এ।
দল কিনেছে কারা?