Womens Hockey India: ফের জাপান বধ, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মেয়েরা
Hockey India: খেলার শুরু থেকেই আগের দিনের মতই জাপানের বক্সে বারবার হানা দিচ্ছিলেন ভারতের ফরােয়ার্ড লাইন। বেশ কয়েকটি শট আটকেও দেন জাপানের গোলরক্ষক।
রাজগির: বিজয়রথ অব্যাহত ভারতীয় মহিলা হকি দলের। উইমেন্স এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা পাকা করে নিলেন ভারতের মেয়েরা। ফের জাপানকে হারিয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। এবার ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল তারা। ভারতের হয়ে দুটো গোল করেন যথাক্রমে নভনীৎ কৌর ও লালরেমশিয়ামি। আজ ফাইনালে চিনের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের মেয়েরা।
খেলার শুরু থেকেই আগের দিনের মতই জাপানের বক্সে বারবার হানা দিচ্ছিলেন ভারতের ফরােয়ার্ড লাইন। কিন্তু নভনীৎ ও সঙ্গীতার অ্য়াটাককে বারবার পরাস্ত করে দিচ্ছিলেন জাপানের ডিফেন্স লাইন। বেশ কয়েকটি শট আটকেও দেন জাপানের গোলরক্ষক। মাঝমাঠেও বারবার জাপানের প্লেয়াররা নাকানিচোবানি খাচ্ছিলেন। কিন্তু তবুও শেষ মুহূর্তে গোলমুখ খুলতে পারছিলেন না কেউই। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নারও পেয়েছিল ভারত। নভনীতের শট বারের ওপর দিয়ে উড়ে যায়। প্রথম তিনটি কোয়ার্টারে এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি ভারতের মহিলা হকি দলের ফরোয়ার্ডরা।
শেষ পর্যন্ত চতুর্থ কোয়ার্টারে ৪৮ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোলটি করেন নভনীৎ কৌর। ট্য়াপ করে জাপানের গোলরক্ষকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন নভনীৎ। ম্য়াচ শেষের চার মিনিট আগে আরও একটি গোল পেয়ে যায় ভারত। লালরেমশিয়ামিকে বল পাস দিয়েছিলেন সুনেলিতা। সেখান থেকেই গোল করে দেন লালরেমশিয়ামি।
এর আগে গ্রুপের শেষ ম্য়াচেও জাপানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেদিনও শুরু থেকে ভারতের ফরোয়ার্ড লাইন বারবার বক্সে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। কিন্তু দ্বিতীয় অর্ধে নভনীত ও দীপিকার সৌজন্যে তিনটি গোল করে ভারত নিজেদের জয় নিশ্চিত করে। ম্য়াচে ভারতের হয়ে প্রথম গোল করেছিলেন নভনীত কৌর। তিনি ৩৭ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দিয়েছিলেন। এরপর দীপিকার জোড়া গোল পরপর। ৪৭ ও ৪৮ মিনিটের মাথায় টানা আক্রমণে ২ টো গোল করেন দীপিকা।
খেলার শুরুতে কিন্তু কিছুটা স্লো শুরু করেছিল ভারত। প্রথম কোয়ার্টারের ৬ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেয়েছিলেন দীপিকা। কিন্তু সেখান থেকে ফের ব্যর্থ হন তিনি গোল করতে। এরপর মণীশা ও নেহাও দুটো পেনাল্টি কর্নার পেয়েছিলেন। কিন্তু তাঁরা সেই কর্নার থেকেও গোল করতে পারেননি। জাপান দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা বলের ওপর নিয়ন্ত্রণ বেশি রেখেছিল। কিন্তু তারা গোলের মুখ খুলতে পারেনি।